বিরাট কোহলিকে দেখে শিখুন! অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ কপিলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এইমুহূর্তে তিন ফরম্যাটেই অসাধারণ ছন্দে রয়েছে। ২০২৩-এর শুরু থেকে ভারত সব ফরম্যাট মিলিয়ে মোট ১৪ টি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে ১২ টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে তারা। এর মধ্যে ৮টি ম্যাচেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার নেতৃত্বে চলতি বছরে এখনও অবধি অপরাজিত ভারতীয় দল।

চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের এই অসাধারণ ছন্দ সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। যদিও বিশ্বকাপে একটি ম্যাচে ভালো বা খারাপ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, তাও ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন হওয়ায় ভারতীয় সমর্থকরা আশাবাদী নিজ নিজ দলকে নিয়ে।

তবে তার আগে প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব একটি পরামর্শ দিয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি একজন দক্ষ ও সুযোগ্য অধিনায়ক এবং এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছেন, সেই নিয়ে কোনও সন্দেহ নেই তার। কিন্তু তাকে অন্য একটি বিষয়ে উন্নতি করার পরামর্শ দিয়েছেন।

1612518818 kapil dev farmer

তিনি হিটম্যানকে নিজের শারীরিক অবস্থার উন্নতি করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “এটা খুবই লজ্জার ব্যাপার যে তিনি দলের অধিনায়ক অথচ তিনি সম্পূর্ণ ফিট নন। উনি খুবই দক্ষ ব্যাটার এবং অধিনায়ক। বিরাট কোহলিকে দেখুন যে তিনি কত ভালো ক্রিকেটার এবং তার পাশাপাশি নিজের শরীরের কতটা যত্ন নিয়ে থাকেন।”

রোহিত শর্মা সম্প্রতি প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে শতরান করার রেকর্ড গড়েছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে জিতেছে ভারত। রোহিত শর্মাকেও দুটি ম্যাচেই ব্যাট হাতে ছন্দে দেখিয়েছে। তবে তার ফিটনেস নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে সমর্থকদের মনে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর