পশুপ্রেমের নজির, হাতির প্রাণ বাঁচানোর জন‍্য কপিল শর্মাকে প্রশংসা পশুপ্রেমী সংস্থার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজের উদ‍্যোগে এক অসুস্থ হাতির প্রাণ বাঁচালেন কপিল শর্মা (kapil sharma)। পশুপ্রেমী সংস্থার তরফে কমেডিয়ান তথা অভিনেতার প্রভূত প্রশংসা করে ধন‍্যবাদ জানানো হয়েছে। টুইট করে কপিলকে ধন‍্যবাদ জানিয়েছে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস’ ওরফে PETA।

কপিল ধন‍্যবাদ জানিয়ে টুইটে লেখা হয়েছে, ‘হাতি সুন্দরকে সাহায‍্য করার জন‍্য অনেক ধন‍্যবাদ। আরেকটি হাতির ব‍্যাপারেও আমাদের কাছে দারুন খবর আছে! PETA ইন্ডিয়ার পরিশ্রমে দেশের সবথেকে রোগা হাতি লক্ষ্মীকে অত‍্যাচারের হাত থেকে পাকাপাকি ভাবে উদ্ধার করার জন‍্য একটি আদালত সবুজ সঙ্কেত দিয়েছে।’


PETA র টুইট বার্তার পালটা উত্তর দিয়েছেন কপিল। জানিয়েছেন, এটা সত‍্যিই দারুন খবর। পশুপ্রেমী হিসাবে সুখ‍্যাতি রয়েছে কপিলের। গত বছর কেরলে গর্ভবতী হস্তিনীর মৃত‍্যুর খবরে তোলপাড় হয়েছিল দেশ। সে সময়ে অবলা জীবদের প্রাণের রক্ষার দাবিতে একটি পিটিশন শুরু করেন কপিল। আইন ও বিচারমন্ত্রককেও একটি টুইটে ট‍্যাগ করেছিলেন তিনি।

২০১৩ তেও একটি ঘটনায় তাঁর পশুপ্রেমের নজির প্রকাশ‍্যে এসেছিল। ‘কমেডি নাইটস উইথ কপিল’এর সেটে আগুন লেগেছিল একবার। সে সময় কমেডিয়ান সঞ্চালকের তৎপরতাতেই সেটের বাইরে থাকা পথপশুদের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি। পরে পশুপ্রেমী সংস্থার তরফে টুইটে কপিলকে ধন‍্যবাদ জানানো হয়েছিল।

২০১৫ তে PETA র তরফে ‘পার্সন অফ দ‍্য ইয়ার’ সম্মানে সম্মানিত করা হয়েছিল কপিলকে। আশ্রয়হীন পথপশুদের দত্তক নেওয়ার জন‍্য তাঁর উদ‍্যোগ ও প্রচারকে সম্মান জানিয়েছিল পশুপ্রেমী সংস্থা। সোশ‍্যাল মিডিয়ায় কপিল লিখেছিলেন, ‘পশুদের সাহায‍্য করার জন‍্য যে আমি পরিচিতি পাচ্ছি তাতে আমি আপ্লুত। আমি মানুষকে হাসাতে ভালবাসি কিন্তু আমাদের এটা জানা উচিত যে পথের কুকুর বিড়ালরা ঘরছাড়া হয়ে ঘুরে বেড়ানো কোনো হাসির বিষয় নয়।’ জানিয়ে রাখি, কমেডিয়ানের নিজেরও এক পোষ‍্য দত্তক সারমেয় আছে। নাম জঞ্জির।

X