ফের বাবা হলেন কপিল শর্মা, ঘর আলো করে এলো পুত্রসন্তান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় বারের জন‍্য বাবা হলেন হিন্দি টিভি জগতের কমেডি কিং কপিল শর্মা (kapil sharma)। স্ত্রী গিনি ছতরত পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নিজেই সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটি শেয়ার করেছেন কপিল। নিজের পরিবারে নতুন সদস‍্যের আগমনের কথা জানিয়ে টুইট করেন কপিল।

টুইট করে কপিল লেখেন, ‘নমস্কার, আজ সকালে ঈশ্বরের আশীর্বাদে পুত্র সন্তানের জন্ম হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে মা ও সন্তান দুজনেই ভাল আছে। আপনাদের সকলের ভালবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন‍্য ধন‍্যবাদ। সবাইকে অনেক ভালবাসা, গিনি ও কপিল।’


সুখবর জানাতেই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের ভালবাসা ও শুভকামনা। উল্লেখ‍্য, দ্বিতীয় বারের জন‍্য বাবা হয়েছেন কপিল শর্মা। এর আগে ২০১৯ সালে কন‍্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রী গিনি ছতরত। কপিল ও গিনির মেয়ের নাম আনায়রা। প্রায়ই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় কপিলকে।

প্রসঙ্গত, শোনা গিয়েছে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে দ‍্য কপিল শর্মা শো। প্রতি শনি ও রবিবার দর্শকদের প্রাণ খুলে হাসাতে টিভির পর্দায় হাজির হয় এই শো। তবে শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ‍্যেই বন্ধ হয়ে যেতে চলেছে এই জনপ্রিয় শো। এমনটাই খবর মিলেছে।

তবে দর্শকদের বেশি নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কপিল শর্মার এই শো কিছুদিনের জন‍্য বন্ধ থাকলেও ফের নতুন রূপে নতুন ভাবে ফিরতে চলেছে। অর্থাৎ বেশিদিন এই শো ছাড়া কাটাতে হবে না দর্শককে। কিছুদিনের জন‍্যই বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় শো। কয়েকদিন বাদেই ফের নয়া রূপে টিভির পর্দায় হাজির হবে কপিল শর্মার শো।

তবে শো বন্ধ হওয়ার বিষয়ে কিছুই এখনো জানাননি কপিল শর্মা ও চ‍্যানেল কর্তৃপক্ষ। করোনা আবহে বহু দর্শকই এখন আর উপস্থিত হতে পারে না কপিল শর্মার শো তে। তাই শোনা যাচ্ছে, এবার চ‍্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের শো কে নয়া রূপ দিতে চলেছেন কপিল। সেই কারণেই কিছুদিনের জন‍্য বন্ধ হচ্ছে এই শো।

X