বাংলাহান্ট ডেস্ক: পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Election) কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন অভিনেতা সোনু সূদের (Sonu Sood) বোন মালবিকা সূদ (Malvika Sood)। মোগা শহর থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর আগে বোনের হয়ে সোনু প্রচার করেছিলেন। এবার মালবিকাকে সমর্থন করে বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)।
মালবিকা সূদের সমর্থনে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন কপিল। জিমে শরীরচর্চা করতে করতে ভিডিওটি শুট করেছেন তিনি। কমেডিয়ান জানান, সোনুর অনুপ্রেরণাতেই তিনি জিমে কসরত করছেন। রাজনীতির আঙিনায় লড়াই করার জন্য মালবিকাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন কপিল। তাঁর ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছেন মালবিকা।
এর আগে পঞ্জাবের মোগা জেলার খুখারনাতে বোনের হয়ে প্রচার সারেন সোনু। জনতার সঙ্গে সরাসরি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। দাদা অভিনেতা হলেও বোন মালবিকা অভিনয়ের দিকে যাননি। তিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত থেকেছেন।
একটি সেকেন্ডারী স্কুল চালানোর পাশাপাশি IELTS এর ইংরেজি শিক্ষার কোচিং ক্লাসও করান তিনি। দুঃস্থ শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি তাদের বই ও অন্যান্য দরকারি জিনিসপত্রও বিতরণ করেন। গত সাত বছর ধরে সমাজ সেবার কাজে যুক্ত রয়েছেন মালবিকা।
https://www.facebook.com/MalvikaSoodSachar/videos/666223941170342/
এর আগে মালবিকার রাজনীতিতে আসা নিয়ে সোনু জানান, বোন যে সাহসটা দেখিয়েছে সে জন্য তিনি গর্বিত। তিনি বলেন, “ও গত কয়েক বছর ধরে এখানে রয়েছে এবং সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমি খুশি যে ও মানুষের সংস্পর্শে থাকতে পারবে আর সরাসরি তাদের সাহায্য করতে পারবে।”
কিন্তু সোনু সাফ জানিয়ে দিয়েছিলেন, এটা মালবিকার সফর। তাঁর রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্র নেই। বোনের জন্য প্রচারও করবেন না তিনি। নিজের যে কাজ এতদিন ধরে সোনু করে এসেছেন সেটাই করবেন। ভবিষ্যতে কখনোই রাজনৈতিক বিষয়ে তিনি জড়াবেন না বলেই জানিয়ে দেন অভিনেতা। যদিও পরে কার্যক্ষেত্রে অন্য রকমই দেখা গিয়েছে।