বাড়িতে এক দণ্ড বসতে দেয় না বৌমা, শোয়ের মাঝে হাটে হাঁড়ি ভাঙলেন কপিল শর্মার মা!

বাংলাহান্ট ডেস্ক: এখনো বিয়ের তিন বছরও পূর্ণ করতে পারেননি কপিল শর্মা (kapil sharma) ও গিনি ছতরত। এর মধ‍্যেই বৌমার নামে একাধিক অভিযোগ খাড়া করলেন শাশুড়ি মা। ছেলের শোয়ের মাঝেই বৌমার নামে একগুচ্ছ অভিযোগ তুললেন তিনি। ছেলের বৌ নাকি এক মুহূর্তও বাড়িতে বসতে দেয় না তাঁকে!

সম্প্রতি ‘বব বিশ্বাস’ এর প্রচারের জন‍্য ‘কপিল শর্মা শো’ তে এসেছিলেন অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং। এ ঘটনা সেই এপিসোডেরই। দর্শকদের মাঝে বসেছিলেন কপিলের মা। তাঁর সঙ্গে অভিষেক চিত্রাঙ্গদার আলাপ করিয়ে দিয়ে কমেডিয়ান বলেন, আগে তাঁর মা বিয়ে করার জন‍্য জোর করতেন তাঁকে। কিন্তু এখন আর বৌমার সঙ্গে বসেন না শাশুড়ি মা।

kapil 32
সঙ্গে সঙ্গে দর্শক আসন থেকে প্রতিবাদ করে ওঠেন কপিলের মা। তাঁর অভিযোগ, “বৌমা আমাকে বসতেই দেয় না। আমি কী করব?” এখানেই থামেনি তাঁর নালিশ। সবার সামনেই তিনি বলে ওঠেন, “ও বলে, তাড়াতাড়ি যাও শো তে। আগেই তাড়াতাড়ি করে আমার জন‍্য জামাকাপড় বের করে দেয়। এমনি করে!” তাঁর কথা শুনে হাসির রোল ওঠে দর্শকদের মধ‍্যে। হাসি চাপতে পারেননি অভিষেক চিত্রাঙ্গদাও।

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কপিল ও গিনি। আগামী ১২ ডিসেম্বর তাঁদের দাম্পত‍্য জীবনের তিন বছর পূর্ণ হবে। কলেজে প্রথম দেখা দুজনের। তারপর কর্মসূত্রে অন‍্যত্র চলে যান কপিল। আনন্দ করজ সহ হিন্দু মতেও বিয়ে সেরেছিলেন দুজনে। অমৃতসর, দিল্লি ও মুম্বইতে হয়েছিল রিসেপশন। এখন দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার কপিল গিনির।

এর আগে কপিল জানিয়েছিলেন, একটা সময়ে মারাত্মক ভাবে অবসাদগস্ত হয়ে পড়েছিলেন কপিল। সে সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী গিনি। সমস্তটা বুঝে স্বামীকে মানসিক সমর্থন যুগিয়ে গিয়েছিলেন তিনি। কপিল বলেন, তাঁর পরিবার এই মানসিক অবসাদের মতো অসুখের ব‍্যাপারে কিছু বোঝে না। মা ছোট গ্রামের মেয়ে। তিনি নিজেও কিছু বুঝতেন না। কপিল মজা করে বলেন, সংবাদ মাধ‍্যম থেকেই তিনি খবর পেয়েছিলেন যে তিনি আসলে অবসাদে ভুগছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর