বাংলাহান্ট ডেস্ক: কপিল শর্মার (kapil sharma) শো মানেই হাসির ফোয়ারা। তাঁর লোক হাসানোর ক্ষমতা বাস্তবিকই প্রশংসার যোগ্য। খুব কম সময়েই দেশের সফলতম কমেডিয়ানদের মধ্যে একজন হয়ে উঠেছেন কপিল। তবে আরো অনেকের মতো তাঁকেও পরিশ্রম কম করতে হয়নি। আজ কপিলের শোতে না আসলে বলিউড তারকাদের ছবির প্রচার সম্পূর্ণ হয় না। কিন্তু একটা সময় আমন্ত্রণ না পেয়েও শাহরুখ খানের (shahrukh khan) পার্টিতে উপস্থিত হয়ে গিয়েছিলেন তিনি!
সম্প্রতি নেটফ্লিক্সে সম্প্রচারিত হয়েছে কপিলের নতুন শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’। সেখানেই একটি মজার গল্প শোনান কমেডিয়ান। কপিলের এক তুতো বোন এসেছিলেন লন্ডন থেকে। তিনি আবদার করেন শাহরুখের বাংলো মন্নত দেখতে যাবেন। সে সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন কপিল। তার মধ্যেই তিনি বোনকে নিয়ে কিং খানের বাংলো দেখাতে যান।
কপিল বলেন, “সেদিন একটা ফিল্মি পার্টি চলছিল মন্নতে। আমি নিজের জনপ্রিয়তার অপব্যবহার করি। আমার গাড়ির চালককে বলি যে গেটের মধ্যে গাড়ি ঢুকিয়ে নিতে। শাহরুখের নিরাপত্তারক্ষীরাও আমাকে দেখে আর বারণ করেনি, ভেবেছিল আমরাও আমন্ত্রিত।”
কিন্তু ভেতরে ঢুকেই কপিল বোঝেন যে তিনি ভুল করেছেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। শাহরুখের ম্যানেজার তাঁদের দেখেই ভেতরে নিয়ে চলে যান। কপিল জানান, এই ঘটনাটা ঘটেছিল রাত ৩ টের সময়ে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাই বাড়িতে পরার হাফপ্যান্ট ও জুতো পরেই চলে এসেছিলেন।
ভেতরে অবশ্য সবাই ভেবেছিলেন যে শাহরুখ আমন্ত্রণ জানিয়েছেন কপিলকে। কিন্তু স্বয়ং কিং খান? তিনি কী বললেন এই কাণ্ড দেখে? কমেডিয়ান জানান, অত রাতে বেশিরভাগ অভ্যাগতরাই বাড়ি ফিরে গিয়েছিলেন। বাকি অতিথিদের সঙ্গে নাচছিলেন শাহরুখ।
কপিল গিয়ে ক্ষমা চেয়ে বলেন, তাঁর বোন শাহরুখের বাড়ি দেখতে চাইছিলেন। গেট খোলা পেয়ে তাঁরা ঢুকে এসেছেন। কিং খানও কম যান না। তিনি পালটা প্রশ্ন করেন, “যদি আমার বেডরুমের দরজা খোলা থাকত, তাহলেও কি ঢুকে আসতে নাকি?” কপিল অবশ্য জানান, আমন্ত্রিত না হলেও তিনি কিন্তু সবথেকে বেশি সময় পার্টিতে ছিলেন। অভ্যর্থনার কোনো খামতি রাখেননি শাহরুখ।