বাংলাহান্ট ডেস্ক: পক্ষপাতিত্ব করেন কপিল শর্মা (Kapil Sharma)। সমস্ত বলিউডি ছবি, মিউজিক ভিডিওর প্রচার তাঁর কমেডি শোতে হলেও, বিতর্ক থেকে পিঠ বাঁচানোর জন্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর টিমকে ডাকতে অস্বীকার করেছেন তিনি। অজুহাত দেওয়া হয়েছে, ছবিতে নাকি কোনো ‘বড় বাণিজ্যিক তারকা’ নেই! পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিষ্ফোরক অভিযোগের উত্তরে অবশেষে মুখ খুললেন কপিল।
সম্প্রতি এক নেটনাগরিক কপিলকে ট্যাগ করে একটি টুইট করেন। তিনি প্রশ্ন রেখেছেন, ‘কাশ্মীর ফাইলসের প্রচার করতে এত ভয় কেন কপিল? কীসের ভয়ে বিবেক অগ্নিহোত্রী ও তাঁর ছবির প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদের নিজের শোতে আসার পর আমন্ত্রণ জানালেন না? আমি আপনার একজন বড় ভক্ত ছিলাম। কিন্তু আপনি আমাকে ও আমার মতো কপিল শর্মা শোয়ের বহু ভক্তকে হতাশ করেছেন। আপনাকে বয়কট করলাম।’
এই টুইটের উত্তরেই মুখ খুলেছেন কপিল। অভিযোগ অস্বীকার করে তিনি লিখেছেন, ‘এটা সত্যি নয়। আপনি জিজ্ঞাসা করলেন তাই বললাম। নয়তো অন্য যারা সত্যি বলে মেনেই নিয়েছেন তাদের কৈফিয়ত দিয়ে কী লাভ? একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হিসাবে একটি উপদেশ দিই। আজকের সোশ্যাল মিডিয়া জগতে কখনোই এক তরফা গল্পে বিশ্বাস করা উচিত নয়। ধন্যবাদ।’
উল্লেখ্য, এর আগে একটি টুইটে এক নেটনাগরিক ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেককে অনুরোধ করেন, কপিল শর্মা শো তে গিয়ে তাঁর আসন্ন ছবির প্রোমোশন করতে। উত্তরে পরিচালক বলেন, ‘কপিল শর্মার শোতে কে আমন্ত্রণ পাবে কি পাবে না সেটার সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। কপিল ও তাঁর প্রযোজকরাই ঠিক করবেন কাকে আমন্ত্রণ জানাবেন।’
यह सच नहीं है rathore साहब 😊 आपने पूछा इसलिए बता दिया, बाक़ी जिन्होंने सच मान ही लिया उनको explanation देने का क्या फ़ायदा. Just a suggestion as a experienced social media user:- never believe in one sided story in today’s social media world 😊 dhanyawaad 🙏 https://t.co/pJxmf0JlN5
— Kapil Sharma (@KapilSharmaK9) March 10, 2022
এরপরেই কপিল ও তাঁর শোয়ের উপরে ক্ষেপে ওঠেন নেটনাগরিকদের একাংশ। সমালোচনার জেরে টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে আসেন কপিল। কয়েকজন অভিযোগ করেন, কপিল হলেন বলিউডের ‘সার্কাস মাস্টার’। জাতীয় ইস্যু নিয়ে কোনো মাথাব্যথা নেই তাঁর। শোতে অন্য লোককে অপমান করে মজা লোটেন তিনি। গণহত্যার যন্ত্রণা বোঝার ক্ষমতাই নেই কপিলের।
প্রসঙ্গত, কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার কাহিনি নিয়ে তৈরি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর জন্য আগেও বিপদের মুখে পড়েছিলেন বিবেক। সোশ্যাল মিডিয়ায় হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন তিনি।