অক্ষয় বড় দাদার মতো, মান ভাঙিয়ে বড় ক্ষতি সামলালেন কপিল শর্মা

বাংলাহান্ট ডেস্ক: বিপত্তি হতে হতেও আটকে দিলেন কপিল শর্মা (kapil sharma)। অক্ষয় কুমারের (akshay kumar) সঙ্গে সম্পর্কটা খারাপ দিকে যাওয়ার আগেই বাঁচিয়ে নিলেন কমেডিয়ান অভিনেতা। অক্ষয়ের অভিমান জল করে আবারো তাঁকে নিজের শোতে আসার জন‍্য রাজি করিয়ে নিলেন কপিল। টুইট করে তিনি জানালেন, সব ঠিকঠাক আছে।

টুইটে কপিল লেখেন, ‘আমার ও অক্ষয় পাজিকে নিয়ে সমস্ত খবরগুলো পড়ছিলাম। আমি এক্ষুণি পাজির সঙ্গে কথা বললাম আর সবটা ঠিক করলাম। এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি ছিল। সবকিছু ঠিক আছে আর খুব শীঘ্রই বচ্চন পাণ্ডে পর্বের শুটের জন‍্য আমরা মিলিত হচ্ছি। উনি আমার বড় দাদা, কখনোই আমার উপরে রাগ করতে পারেন না। ধন‍্যবাদ।’

IMG 20220207 161528
সম্প্রতি শোনা গিয়েছিল, অক্ষয় ও কপিলের মধ‍্যে বিবাদ শুরু হয়েছে। আসলে গতবার যখন অতরঙ্গি রে ছবির প্রচারে কপিলের শোতে এসেছিলেন অক্ষয়, তখন স্বভাবতই খিলাড়ি কুমারকে নিয়ে রসিকতা করার কোনো সুযোগ ছাড়েননি কমেডিয়ান। এমনকি অভিনেতার নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলেও খোঁচা মেরেছিলেন কপিল। তখন সর্বসমক্ষে মুখে হাসি রাখলেও বিষয়টা নাকি হজম করতে পারেননি অক্ষয়।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, কপিলের অন‍্যান‍্য রসিকতাগুলো নিয়ে অক্ষয়ের কোনো সমস‍্যা না থাকলেও প্রধানমন্ত্রীকে নিয়ে খোঁচাটা নাকি পছন্দ করেননি তিনি। কারণ তাঁর মনে হয়েছে, এটা দেশের এমন একজন উচ্চপদস্থ ব‍্যক্তিকে অপমান। তাই চ‍্যানেল কর্তৃপক্ষকে ব‍্যক্তিগত ভাবে অক্ষয় আবেদন করেন, ওই বিশেষ প্রশ্নটি যেন শোয়ের সম্প্রচারে না দেখানো হয়।

https://twitter.com/KapilSharmaK9/status/1490963370295455746?t=rUgpStlKdRG4eqiGwtYW2w&s=19

অক্ষয়ের কথা মেনে চ‍্যানেল সেটা বাদ দিলেও প্রশ্নের ভিডিওটা কোনো ভাবে ভাইরাল হয়ে যায় নেটমাধ‍্যমে। এতেই ক্ষুব্ধ অক্ষয়। পরবর্তীতে কপিলের শো তে যাওয়ার আগে তাই নির্মাতাদের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি। সূত্রের খবর, কপিলের টিমেরই কেউ বিশ্বাস ভঙ্গ করেছেন। তাই এবার কৈফিয়ত চান অক্ষয়।

কানাঘুঁষো শোনা গিয়েছিল, কপিল শর্মা শোতে বচ্চন পাণ্ডের পর্বটির শুট নাকি স্থগিত রাখা হয়েছে। কারণ অক্ষয় আর যেতে চাননি শোতে। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে খোদ কপিলকেই আসরে নামতে হত। আর টুইটের মাধ‍্যমে তিনি বুঝিয়েও দিলেন যে সবটাই এখন ঠিকঠাক।

Niranjana Nag

সম্পর্কিত খবর