হতাশায় সুইসাইড করতে চেয়েছিলেন কপিল শর্মা, এভাবে উদ্ধার করেছিলেন শাহরুখ খান

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের (Bollywood) তারকা ও টিভি সিরিয়ালের (Television) অভিনেতাদের জীবনেও চড়াই উতরাই থাকে। কেউ এই দুঃসময়কে কাটিয়ে উঠতে পারে, আবার কেউ কেউ অবসাদে ভোগে। মানুষকে হাসানো টিলিভিশনের বড় কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma) জীবনেও একবার এমনটাই হয়েছিল। সেই সময় সে ভেবেছিল যে, সে আর টেলিভিশনে কখনও ফেরৎ আসতে পারবে না। আর সেই সময় শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর জন্য দেবদূত হয়ে সামনে আসে। কপিল শর্মা নিজেই এই কথা বলেছিলেন।

কপিল শর্মা নিজের জীবনে আজ যেই যায়গায় রয়েছেন, তাঁর জন্য তাঁকে বহু পরিশ্রম করতে হয়েছে। জীবনে সবকিছুই ভালভাবে চলছিল। কিন্তু একটা সময় কপিল মদ পান এবং ডিপ্রেশনে ভোগা শুরু করেন। কপিল একটি সাক্ষাৎকারে মদ পান এবং ডিপ্রেশনের সমস্যায় ভোগার কথা তুলে ধরেছিলেন। সেই সময় শাহরুখ খান ওনাকে কীভাবে এই সমস্যা থেকে বের করেছিল, সেটাও বলেছিলেন তিনি। কপিল জানিয়েছিলেন, অত্যাধিক মদ খাওয়ার কারণে তাঁর কেরিয়ার শেষের দিকে চলে গিয়েছিল, কিন্তু শাহরুখ খান সেই সময় দেবদূত হয়ে এসে তাঁকে উদ্ধার করে।

কপিল জানান, শাহরুখ খান ওনাকে কীভাবে মাগদর্শন করান। ফিরিঙ্গী সিনেমায় সময় কপিল বলেছিলেন যে, শাহরুখ তাঁকে মানসিক আর শারীরিক দিক থেকে গাইড করেছিলেন এবং মদ থেকে দূরে সরিয়েছিলেন এবং তাঁকে কীভাবে ডিপ্রেশন থেকে বের করেছিলেন।

কপিল শর্মা বলেন, এক সময় তিনি এতটাই মানসিক অবসাদে ভুগছিলেন যে, তিনি স্টেজে পার্ফমেন্স করতে ভয় পেতেন। সেই সময় সে শুধু নিজের কুকুরের সঙ্গে অফিসে নিজেকে বন্দি করে রাখতেন। সবাই তাঁর শোয়ে আসা বন্ধ করে দিয়েছিল এবং সে সবার অপছন্দের অভিনেতাদের তালিকাতেও চলে গিয়েছিল।

Kapil Sharma childhood pic

কপিল জানান, সেই সময় তাঁর ঘনিষ্ঠ এক বন্ধুও তাঁকে খুব সাহায্য করে। সেই বন্ধু তাঁর নিজের সি-ফেস অ্যাপার্টমেন্টে কয়েকদিন থাকার জন্য নিয়ে যায়। প্রকৃতির সঙ্গে থেকে আর শাহরুখ খানের অনুপ্রেরণায় সে ধীরে ধীরে আবারও জীবনে মূল স্রোতে ফিরে আসে।

Koushik Dutta

সম্পর্কিত খবর