বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই মামলায় জেরার জন্য তাঁকে বারবার দিল্লিতেও ডেকে পাঠানো হচ্ছে। কলকাতাতেও জিজ্ঞাসাবা চালানোর আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের আবেদন নাকোচ করল দিল্লি হাইকোর্ট।
শুক্রবার অভিষেকের আইনজীবী সিদ্ধার্থ অগরওয়াল বলেন, ‘ ইডি-র উচিৎ ফৌজদারি বিধি মেনে চলা। অভিষেককে জিজ্ঞাসাবাদ করার থাকলে কলকাতাতেই করা হোক” অভিষেকের আইনজীবী জানিয়েছেন, যেহেতু ঘটনাটি পশ্চিমবঙ্গের সেহেতু কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক।
অভিষেকের আইনজীবী পাল্টা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছেন, আর্থিক তছরুপ মামলায় অভিযুক্তকে যেকোনও জায়গায় ডেকে জিজ্ঞাসাবাদ করা যায়। এর নির্দিষ্ট কোনও সীমানা বা পুলিশ স্টেশন নেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের আবেদন করেছিলেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। অভিষেকের অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের বিরোধিতা করেন ইডির আইনজীবী। এরপরই আদালত কপিল সিব্বলের আবেদন খারিজ করে দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার।