আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে দুঁদে উকিলদের লড়াই! কার হয়ে কে সওয়াল করবেন জানুন

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে রবিবারই জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে’র তরফ থেকে আইনজীবী বদল করা হয়েছে। গীতা লুথরার পরিবর্তে শীর্ষ আদালতের অভিজ্ঞ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছে তারা। হাইভোল্টেজ এই মামলায় (RG Kar Case) সুপ্রিম কোর্টে সব পক্ষের হয়ে সওয়াল করতে দেখা যাবে হেভিওয়েট সকল আইনজীবীদের। কপিল সিব্বল থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য, কার হয়ে কে লড়বেন চলুন দেখে নেওয়া যাক।

  • আরজি কর মামলায় (RG Kar Case) সুপ্রিম কোর্টে দুঁদে উকিলদের লড়াই

হাইভোল্টেজ এই মামলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে’র হয়ে একদিকে সওয়াল করবেন ইন্দিরা (Indira Jaising)। অন্যদিকে চিকিৎসকদের আর একটি সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’এর হয়ে লড়বেন সব্যসাচী চট্টোপাধ্যায় এবং করুণা নন্দী। রাজ্যের তরফ থেকে থাকবেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal), সঞ্জয় বসু এবং আস্থা শর্মা।

  • কেন্দ্র এবং নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন কারা?

কেন্দ্র এবং তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। হাইকোর্ট-প্রশাসনের তরফে লড়বেন অভিজ্ঞ আইনজীবী সঞ্জয় আর হেগড়ে। আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করতে দেখা যাবে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, শামিম আহমেদ, সুদীপ্ত দাশগুপ্ত এবং সিদ্ধার্থ মণ্ডলকে।

আরও পড়ুনঃ নবান্ন নয়, কেন কালীঘাটেই বৈঠক ডাকলেন মমতা? এবার সামনে এল ‘আসল’ কারণ

সেই সঙ্গেই হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর উকিল হিসেবে থাকবেন বাঁশুরী স্বরাজ। হাইকোর্টে অপর এক জনস্বার্থ মামলাকারী বিজয় সিংঘলের হয়ে লড়বেন আইনজীবী ফিরোজ এডুলজি। ফিরদৌস শামিমও হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হিসেবে থাকবেন বলে খবর।

Supreme Court RG Kar Case

উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) শেষ শুনানি হয়েছে। সেদিন শীর্ষ আদালতের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হয়েছিল। এরপর সেই সময়সীমা পেরিয়ে গেলেও চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামীকাল এই নিয়ে আদালত কিছু বলে কিনা সেদিকে নজর থাকবে সকলের। একইসঙ্গে মঙ্গলবার সিবিআইয়ের তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করার কথা। সব মিলিয়ে, আগামীকাল শীর্ষ আদালতে কী হয় সওয়াল-জবাব হয় সেটা দেখার বিষয়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর