বাংলাহান্ট ডেস্কঃ ‘CAA মুসলিম বিরোধী নয়’ সংসদে বললেন কংগ্রেসের (Congress) কপিল সিবাল (Kapil Sibal)। বৃহস্পতিবার (Thursday) রাজ্যসভায়( Rajya Sabha) কপিল সিবাল বেশ কয়েকবার বলেন, ‘আমরা কখনো বলিনি যে CAA কারও নাগরিকত্ব(Citizenship) কেড়ে নেবে।’NPR-এ কোথাও কাউকে ‘সন্দেহজনক’ শ্রেণিতে রাখার কোনও ব্যবস্থা নেই। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । কংগ্রেস সাংসদ কপিল সিবালের এক মন্তব্যের প্রেক্ষিতে একথা জানান তিনি। NPR-এর ওপর প্রশ্ন তুলে কপিল সিবাল বলেছিলেন, CAA ও NPR মিলিয়ে আসলে গরিব মানুষের মধ্যে ‘সন্দেহজনক’ চিহ্নিতকরণের কাজ চলবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
সিবালের প্রশ্নের জবাবে শাহ বলেন, ‘সরকার জানিয়েছে যে NPR-এ কোনও নথি জমা দিতে হবে না বলে আগেই বারবার জানিয়েছে সরকার।’
এদিন রাজ্যসভায় কপিল সিবাল বেশ কয়েকবার বলেন, ‘আমরা কখনো বলিনি যে CAA কারও নাগরিকত্ব কেড়ে নেবে।’ সিবালের মুখে একথা শুনে তেড়েফুঁড়ে ওঠেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা। অমিত শাহ তাঁদের শান্ত করিয়ে বলেন, ‘আপনার দলের সদস্যরা বলেছেন CAA একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেবে।’ হাঙ্গামা একটু থামলে সিবালকে বলতে শোনা যায়, CAA-কে NPR-এর দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। CAA মুসলিম বিরোধী নয়, গরিব বিরোধী।শাহ বলেন, ‘যারা NPR-এ সমস্ত নথি দিতে পারবেন না তাদের ডি শ্রেণিতে ফেলা হবে বলে আপনি যে দাবি করছেন তা ঠিক নয়। তেমন কিছুই হবে না।’ এদিন রাজ্যসভায় দিল্লি হিংসা নিয়ে আলোচনার শেষে একথা বলেন তিনি।