বাংলাহান্ট ডেস্ক : কাপুর খানদানকে (Kapoor Family) আক্ষরিক অর্থেই বলিউডি পরিবার বলা চলে। অভিনয় দুনিয়ার দীর্ঘদিনের সদস্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনয়েই কেরিয়ার গড়ছেন পরিবারের বেশিরভাগ সদস্য। বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি, পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের এতশত খবরের মাঝেও যৌথ পরিবারের (Kapoor Family) আমেজ ধরে রেখেছেন তাঁরা। এবার তাঁদের সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি ভাইরাল হল।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন কাপুর পরিবার (Kapoor Family)
মঙ্গলবার সপরিবারে দিল্লি গিয়েছিলেন কাপুররা (Kapoor Family)। রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি সহ আরো অনেকেই এদিন পৌঁছান দিল্লি। আসলে খুব শীঘ্রই আসতে চলেছে রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কাপুর পরিবারের তরফে আয়োজন করা হচ্ছে রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল। তার জন্যই প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণপত্র দিতে গিয়েছিলেন কাপুররা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সব ছবি: ইতিমধ্যেই তাঁদের এই ঝটিতি দিল্লি সফরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছে দুটি ছবি। দিল্লি পৌঁছে একটি বাসে করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রণবীর আলিয়ারা। বাসেই একটি ফ্যামিলি সেলফি তুলেছেন তাঁরা, যা নেটিজেনরা বেশ পছন্দ করছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে কাপুরদের (Kapoor Family) একটি ছবিও বেশ ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
আরো পড়ুন : ইউনূসের মুলুকে যথেচ্ছাচার, উত্তাল পরিস্থিতির মাঝেই গৃহবন্দি হলেন চঞ্চল চৌধুরী
কী বলছেন নেটিজেনরা: ছবিগুলি ভাইরাল হতেই নানান মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকেরই মনে পড়ে গিয়েছে, ১৯৯৯ সালের ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিটির কথা। একজন লিখেছেন, ‘হাম সাথ সাথ হ্যায় এবং দ্য কাপুর অ্যান্ড সন্স ক্রসওভার’। অনেকে আবার লিখেছেন, কাপুর পরিবারের (Kapoor Family) এই ছবিটি হাম সাথ সাথ হ্যায় ছবির সিক্যুয়েলের জন্য একদম পারফেক্ট।
আরো পড়ুন : সবসময় তিরিক্ষি মেজাজ, মিঠুন পুত্র নমশিকে সেট থেকে বের করে দিতে গিয়েছিলেন সলমন! কেন?
প্রসঙ্গত, বলিউডের যৌথ পরিবারগুলির মধ্যে অন্যতম কাপুর খানদান। প্রত্যেকে আলাদা আলাদা থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে গোটা পরিবারকে একত্রিত হতে দেখা যায়। বিশেষ করে ক্রিসমাসে বড়সড় ফ্যামিলি ডিনার হয় কাপুরদের। সে সময়ও সব সদস্য এক ছাদের তলায় আসেন।
View this post on Instagram