‘পরাগকে দাঁ, পলাশকে লাঠি’, শিমুলের হাতেই জব্দ হবে দুই বেয়াদব ভাই! ফাঁস ধুন্ধুমার এপিসোড

বাংলা হান্ট ডেস্ক : সিরিয়ালের গল্প নিয়ে যার যত আপত্তিই থাকুক না কেন, টিআরপিতে (TRP) কিন্তু ছুটছে মানালি দে-র নতুন মেগা। এই যেমন সাম্প্রতিককালে পলাশ আর প্রতীক্ষা মিলে শিমুলকে (Shimul) ফাঁদে ফেলার যে ফন্দিটা আঁটলো তা কিন্তু সম্পূর্ণ সফল। এতে করে পরাগের মনে যেমন বিষ ঢোকানো গেছে তেমনই টিআরপিতেও আরো একটু এগিয়ে গেছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।

যারা নিয়মিত সিরিয়ালটি দেখেন তারা তো জানেনই যে, প্রতীক্ষা আর পলাশ মিলে শিমুলকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুকে মিষ্টি খাওয়ানোর মুহুর্তটা ক্যামেরাবন্দি করে পরাগকে দেখায় তারা‌। আর এই দৃশ্য দেখে রেগে আগুন হয়ে যায় পরাগও। সে স্পষ্টই জানিয়ে দেয় যে, সে আর শিমুলের সঙ্গে সংসার করবেনা।

যদিও শিমুলও মুখ বুজে সহ্য করার মেয়ে নয়। পাল্টা জানায়, সে নিজেই আর পরাগের সাথে থাকতে চায়না। এইকথা শুনে পরাগ এবং পলাশ বলে, তারা এই ছবি ভাইরাল করে দেবে। এতেও দমানো যায়না প্রতিবাদি মেয়ে শিমুলকে। সে জানায়, তাদের যা ইচ্ছা তারা করতে পারে। বন্ধুকে মিষ্টি খাইয়ে কোনও অপরাধ তারা করেনি। তারাই বিষয়টাকে নোংরা করছে।

আরও পড়ুন : নয়া সিজন নয়া সময়! রবিবারের বদলে এইদিন দেখানো হবে সৌরভের ‘দাদাগিরি’ 

0000000280b12bdc57264b558c82e970b6d79244.webp

এখন শিমুলের বাড়িতে কোনও অশান্তি হবে আর তাতে পাড়া প্রতিবেশীরা যোগ দেবেনা তা তো হতে পারেনা। কাকিমা আর তুতুল আসতেই পলাশ তাদের সেই ছবি দেখায়। এবং স্বাভাবিকভাবেই শিমুলকে নিয়ে নোংরা কথা বলতে থাকে। সেই নোংরামো এমন নিচে নেমে আসে যে তুই তোকারি অবধীও পৌঁছে যায়। আর তাতেই শিমুলের সহ্যের সীমা ছাড়িয়ে যায়‌।

আরও পড়ুন : ‘সনাতনের বিরুদ্ধে বলার জন্য একটা বাচ্চাকে অকারণে …!’ উদয়নিধির পাশে দাঁড়ালেন কমল হাসান

screenshot 2023 09 23 14 26 11 81 a23b203fd3aafc6dcb84e438dda678b6

রুদ্রমূর্তি ধারণ করে সে বলে ওঠে, আর একবার এইভাবে কথা বললে ওকে মেরে ঠান্ডা করে দেবে। বড় বৌদির চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় বকে ওঠে। এমনকি হাতে লাঠিও তুলে নেয়। এমতাবস্থায় প্রতীক্ষা ওকে বাধা দিতে এলে সাফ জানিয়ে দেয়, তাদের বাড়ির ব্যাপারে বাইরের লোক যেন মাথা না ঘামায়‌।‌ এখন এই জল কতদূর গড়ায় সেটাই দেখার। শিমুল কি এতকিছুর পরেও এই বাড়িতেই থেকে যাবে নাকি এখান থেকে বেরিয়ে নতুন করে নিজের জীবন শুরু করে সমাজের মেয়েদের জন্য কোনো বার্তা দেবে? উত্তর দেবে সময়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর