নয়া সিজন নয়া সময়! রবিবারের বদলে এইদিন দেখানো হবে সৌরভের ‘দাদাগিরি’

বাংলা হান্ট ডেস্ক : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। প্রিন্স অফ ক্যালকাটার সঞ্চালনাতে আবার ফিরছে ‘দাদাগিরি’ (Dadagiri)। যেদিন থেকে দাদাগিরির খবর সামনে এসেছিল সেদিন থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ১০ নম্বর সিজন নিয়ে ফিরছেন সৌরভ।

গত অগাস্টের শেষের দিকেই ‘দাদাগিরি’র আনুষ্ঠানিক ঘোষণা সেরেছিলেন সৌরভ। খবর ছিল, জি বাংলার রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হলেই শুরু হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত এই শো। যদিও সম্প্রচারণের দিনক্ষণ তখনও জানানো হয়নি। তবে এবার খবর, আগামি ৬ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে সৌরভের ক্যারিশ্মা‌। তবে এবার থেকে ডেট একটু বদলেছে।

একথা সকলেই জানেন যে, মূলত শনিবার এবং রবিবার রাতেই সম্প্রচারিত হয় ‘দাদাগিরি’। তবে এবার কিন্তু ডেট বদলে দেওয়া হয়েছে। চলতি সিজনটা আপনারা দেখতে পাবেন শুক্রবার এবং শনিবার ঠিক রাত ৯.৩০ টায়। অর্থাৎ ‘ডান্স বাংলা ডান্স’ কেবল রবিবারেই দেখানো হবে! তবে চ্যানেলের এই হঠাৎ পরিবর্তন খুব একটা ভালো চোখে দেখছেনা জলসা ফ্যানরা।

আরও পড়ুন : কোয়েল-মিমিও ফেইল! ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেলেন এই টলি অভিনেত্রী

আসলে প্রতিদ্ধন্ধী চ্যানেল স্টার জলসায় এই সময় দেখানো হয় ‘অনুরাগের ছোঁয়া’। বেশ লম্বা সময় ধরে বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। মাঝে জগদ্ধাত্রী কয়েকবার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। ব্যবধান কমালেও দু-নম্বরে আটকে যাচ্ছে বারংবার। তবে দর্শকদের ধারণা, সৌরভের দাদাগিরি সেই টিআরপি কাটতে পারবে অনেকটাই।

আরও পড়ুন : ‘পরীমণি যেটা চাইছে…’, ডিভোর্স প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন শরিফুল রাজ

 

প্রসঙ্গত উল্লেখ্য, দাদাগিরির গত সিজনের ট্যাগ লাইন ছিল- ‘হাত বাড়ালেই বন্ধু’। আর এবার সৌরভের গলায় শোনা গেল, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। যে বাঙালি বাঘের মতো ঝাঁপাতে তৈরি তাঁদের জন্য আসছে দাদাগিরি।’ প্রোমো থেকে স্পষ্ট যে, বাঙালি আর হার মানতে রাজি নয়। খুব সম্ভবত বাস্তব জীবনের হিরোদের প্রোমোট করা হবে এই সিজনে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর