মেটাবেন ৫ হাজার কোটি টাকার ঋণ! আদানি পোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ময়দানে জুনিয়র আদানি

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) চাঞ্চল্যকর রিপোর্টের কারণে আদানি গোষ্ঠীর ভাবমূর্তি বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি, সামগ্রিকভাবে আদানি গ্রূপ (Adani Group) বিপুল লোকসনের মুখেও পড়েছে। যদিও, ঠিক আবহেই কোম্পানি তার ভাবমূর্তিটিকে ঠিক করার চেষ্টা করছে। এখন যেখানে আদানি গ্রূপের বড় ঋণের প্রসঙ্গে সর্বত্র চর্চা চলছে তখনই কোম্পানিটি ঋণের প্রি-পেমেন্ট ও পরিশোধের মাধ্যমে এই বোঝা কমিয়ে আনছে।

এমন পরিস্থিতিতে কোম্পানির এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। ইতিমধ্যেই গত সোমবার, কোম্পানিটি তার বন্ধক রাখা শেয়ারগুলি পুনরুদ্ধার করতে ১.১১ বিলিয়ন ডলার মূল্যের ঋণের প্রি-পেমেন্টের ঘোষণা করেছে। তবে, এবার গৌতম আদানির পুত্র করণ আদানিও আদনি পোর্টসের প্রসঙ্গে একটি বড় ঘোষণা করেছেন।

আদানি পোর্টসের দায়িত্বে রয়েছেন করণ: আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (Adani Ports এন্ড SEZ)-এর সিইও করণ আদানি একটি রেকর্ড করা ভিডিও বার্তার মাধ্যমে বলেছেন যে, “আমরা ২০২৪ সালের মার্চের মধ্যে প্রায় ৫,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করবো।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আমরা প্রি-পেমেন্টের জন্য একটি পরিকল্পনা তৈরি করছি। ” গত মঙ্গলবার কোম্পানির ডিরেক্টর এবং সিইও করণ আদানি এই ভিডিও বার্তা প্রকাশ করেন। তাঁর মতে, “আমরা ঋণের বোঝা কমানোর চেষ্টা করছি। ঋণের প্রি-পেমেন্ট ছাড়াও, আমরা ২০২৪ সালের অর্থবর্ষে আদানি পোর্টের ক্যাপিট্যাল এক্সপেন্ডিচার হিসেবে ৪,০০০-৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছি।”

এদিকে, করণ আদানি এমন একটা সময়ে এই ঘোষণা করেছেন যখন হিন্ডেনবার্গ রিপোর্টের কারণে কোম্পানিটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই রিপোর্টের জেরে, আদানির গ্রূপের শেয়ারের দরেও পতন পরিলক্ষিত হয়েছিল। শুধু তাই নয়, কোম্পানিটিকে তার ২০,০০০ কোটি টাকার FPO প্রত্যাহার করতে হয়। যদিও মঙ্গলবার আদানি গ্রূপের শেয়ারে ফের কিছুটা উর্ধ্বগতি দেখা গিয়েছে।

Gautam Adani Money

পাশাপাশি, রেটিং সংস্থা Moody’s এবং Fitch আদানি গ্রুপের ঋণ নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছে। Moody’s এবং Fitch উভয়ই আদানির ঋণের বিষয়ে তাদের রিপোর্টও সামনে এনেছে। বিশ্বের শীর্ষস্থানীয় রেটিং এজেন্সি Moody’s এবং Fitch গত মঙ্গলবার জানিয়েছে যে, আদানি গোষ্ঠীর তরফে ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণ তাদের ক্রেডিট মানের ক্ষেত্রে কোনো ঝুঁকি তৈরি করার জন্য যথেষ্ট নয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর