বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর (karan johar) ও তাঁর নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন আলিয়া ভাট (alia bhatt) সহ অন্যান্য তারকা সন্তানরাও।
ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। করন জোহর, একতা কাপুর, ভূষন কুমার, সলমন খান সহ ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।
সুশান্তের মৃত্যুর জন্য এখনও নেটিজেনের একাংশ করন, আলিয়াদেরই দায়ী করছেন।
প্রায়দিনই ভাইরাল হচ্ছে পুরনো কিছু ভিডিও যা এই সময় নতুন করে সমালোচনার ঢেউ তুলছে। তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যার জন্য ফের ট্রোলের মুখে পড়েছেন আলিয়া ভাট। জানা গিয়েছে, ডিয়ার জিন্দেগি ছবিতে অপর একজন অভিনেত্রীকে সরিয়ে জায়গা দেওয়া হয়েছিল আলিয়াকে। তাঁর জন্য পরিচালক গৌরি শিন্ডের কাছে সুপারিশ করেছিলেন খোদ শাহরুখ খান এবং করন জোহর।
একবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি নিজেই স্বীকার করেন এই কথা। অভিনেত্রী বলেন, “আমি জানতাম আমার আগে ছবিটি অন্য কারওর করার কথা ছিল। তারপর আমার নাম আসে। গৌরি শীন্ডে আমার কাছে এসেছিলেন। এভাবেই ছবিতে সুযোগ পাই আমি। এটা আমি জানিনা যে তাঁকে রাজি করানো হয়েছিল কিনা। হতে পারে সেই সময় আমার বয়স আরও কম ছিল তাই।”
জানা যায়, ডিয়ার জিন্দেগি ছবিতে প্রথমে ক্যাটরিনা কাইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু চরিত্রের প্রয়োজনের তুলনায় তাঁর বয়স বেশি হওয়ায় ক্যাটকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় আলিয়াকে। ছবিটি ধর্মা ও রেড চিলিজ মিলিত ভাবে প্রযোজনা করেছিল।
এই সাক্ষাৎকারে আলিয়া আরও স্বীকার করেন, কলঙ্ক ছবিতে অভিনয়ের করার জন্য করন জোহরের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তিনি বলেন, পরিচালক অভিষেক বর্মাকে ফোন করে তিনি বলেন যে এই ছবিতে তিনি সুযোগ না পেলে খুব খারাপ লাগবে তাঁর। তবে আলিয়ার প্রত্যাশা মতো সাফল্য একেবারেই পায়নি ‘কলঙ্ক’।