বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় পরিচালক করন জোহর (karan johar), সঞ্জয় লীলা বনশালি সহ বলিউডের সাত পরিচালক তথা প্রযোজককে নোটিস পাঠালো মুজফফরপুর এডিজি কোর্ট। পরিচালকদের পরিবারের তরফেই স্বীকার করা হয়েছে এই খবর। আগামী ২১ অক্টোবর হবে এই মামলার শুনানি।
নোটিসে করন জোহর, আদিত্য চোপড়া, সঞ্জয় লিলা বনশালি ছাড়াও একতা কাপুর, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষন কুমার ও দীনেশ বিজয়নের নামও রয়েছে। নোটিসে আরো বলা হয়েছে আগামী ২১ অক্টোবর এই তারকাদের স্বশরীরে বা কোনো প্রতিনিধি মারফত আদালতে হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত, বলিউডের বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুজফফরপুরের আইনজীবী সুধীর ওঝা। এর আগে গত ৭ অক্টোবর এই তারকাদের আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। সুশান্তের মৃত্যুর পরপরই ১৭ জুন মুজফফরপুর আদালতে এই তারকাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯, ০৪, ৩০৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়।
মামলা দায়ের করে সুধীর ওঝা দাবি করেন, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। মামলা দায়ের হওয়ার তিন মাস পর এই ৮ তারকাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও তিন তিনটি স্বনামধন্য তদন্তকারী সংস্থা দিন রাত লেগে রয়েছে এই মামলা নিয়ে। তবে এখনো পর্যন্ত সিবিআই ও ইডি কাউকে গ্রেফতার না করলেও মাদক যোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তার মধ্যে রয়েছে রিয়া চক্রবর্তীর নামও।