‘যাকে ইচ্ছা তাকে লঞ্চ করব, নতুন প্রতিভাদের ঠেকা নিয়ে বসে নেই আমি’, ভাইরাল করনের পুরনো ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম (nepotism), ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
পরিচালক করন জোহর (karan johar), সলমন খান সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। বহু পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে এই সময় যা নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে।
এমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নেপোটিজম নিয়ে খুল্লমখুল্লা কথা বলতে শোনা গিয়েছে করন জোহরকে। ভিডিওতে দেখা যায় একটি সাক্ষাৎকারে পরিচালক বলছেন,একটি অনুষ্ঠান বাড়িতে তিনি ও শ্বেতা বচ্চন নন্দা একসঙ্গে গিয়েছিলেন। সেখানে করনের সঙ্গে একটি ছবি তুলে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ কন‍্যা।

Directer Karan Johar 39487944
করন জানান, পরদিন শ্বেতা তাঁর কাছে অভিযোগ করেন তিনি অমিতাভ, জয়া সকলের সঙ্গে ছবি পোস্ট করলে ভাল মন্তব‍্য আসে। কিন্তু করনের সঙ্গে ছবি পোস্ট করতেই সকলে নেপোটিজম নিয়ে আক্রমণ করতে শুরু করে।
করন আরও জানান, এসব নিয়ে আগে তিনি দুঃখ পেতেন। কিন্তু এখন আর পান না। তাঁর কথায়, “আমি ধড়কে ইশান ও জাহ্নবীর পোস্টার শেয়ার করলে সবাই মন্তব‍্য করে আপনি একে লঞ্চ করতে পারতেন। আমি কারওর ঠেকা নিয়ে বসে নেই যে নতুন প্রতিভাদের লঞ্চ করব। আমার ইচ্ছা হলে আমি আমার পিসির ছেলেকে লঞ্চ করব বা আমার কাকিমার ভাইপোকে লঞ্চ করব।”
২ বছরের পুরনো এই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। আর এই ভিডিও ঘিরে আবারও সমালোচনার মুখে পড়েছেন করন জোহর।

জানা গিয়েছে, প্রতিনিয়ত সোশ‍্যাল মিডিয়ায় সমালোচনা ও ক্ষোভের সম্মুখীন হওয়ায় এবার করন নিজের ফোন নম্বর বদলে ফেলেছেন। সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে এই তথ‍্য। সেই সঙ্গে টুইটারের ফলোয়িং তালিকা থেকেও ছেঁটে ফেলেছেন বহু ঘনিষ্ঠ তারকাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর