পাঁজর বেরিয়ে এসেছে, এক ধাক্কায় এত ওজন হ্রাস! অসুখের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন করণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তারকা হওয়ার সুবাদে ব্যক্তিগত জীবন সবসময়ই লাইমলাইটে থাকে অভিনেতা অভিনেত্রীদের। তাদের প্রতিটি গতিবিধির উপরে কড়া নজর থাকে পাপারাৎজি থেকে সাধারণ মানুষের। ফলত তাদের জীবনে সামান্যতম পরিবর্তনও (Karan Johar) নজর এড়ায় না অনেকেরই। কে প্লাস্টিক সার্জারি করালেন, কার ফ্যাশানে পরিবর্তন এল, পাপারাৎজির দৌলতে সবটাই এখন আমজনতার চোখের সামনে। আর এই একই কারণে বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন করণ জোহর (Karan Johar)।

আবারো চর্চায় উঠে এসেছেন করণ (Karan Johar)

বলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় এবং সফল পরিচালক করণ (Karan Johar)। দীর্ঘদিনের কেরিয়ারে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি পরিচালক হিসেবে। অভিনয়ও করেছেন কিছু ছবিতে। বিতর্কে জড়ানোর জন্যও ‘বদনাম’ রয়েছে তাঁর। কিন্তু এবার অন্য কারণে চর্চায় উঠে এসেছেন করণ (Karan Johar)।

Karan johar opened up about his weight loss

কীভাবে এত ওজন কমল: বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন করণ (Karan Johar)। কারণ তাঁর অভাবনীয় ওজন হ্রাস। চোখে পড়ার মতো রোগা হয়ে গিয়েছেন তিনি। আচমকা এত বড় পরিবর্তনে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, পরিচালক কি অসুস্থ? অথচ অসুস্থতার অন্য কোনো লক্ষণই দেখা যায়নি তাঁর মধ্যে। দিব্যি ফ্যাশন শোতে ব়্যাম্প মাতাতে দেখা গিয়েছে তাঁকে। তবে কি ওষুধ খেয়ে এমন হুট করে ওজন কমিয়েছেন করণ (Karan Johar)?

আরো পড়ুন : শিক্ষকরা স্বস্তি পেলেও বিপাকে শিক্ষাকর্মীরা, সুপ্রিম রায়ের পরেই নবান্ন থেকে বিশেষ বার্তা মমতার

জবাব দিলেন পরিচালক: সম্প্রতি লাইভে এসে এই সব প্রশ্নের জবাব দিয়েছেন করণ (Karan Johar)। সমস্ত রকম গুঞ্জনের অবসান ঘটিয়ে পরিচালক বলেন, কোনো ওষুধ খেয়ে ওজন কমাননি তিনি। বরং পরিশ্রম করে কমিয়েছেন। অসুস্থতার গুঞ্জন উড়িয়ে পরিচালকের জবাব, তিনি দারুণ আছেন। যথাযথ উপায়ে ওজন কমিয়েছেন। আগে কখনো এত হালকা অনুভব করেননি তিনি। এক বেলা খেয়ে নাকি এত ওজন কমিয়েছেন বলেও জানান করণ (Karan Johar)।

আরো পড়ুন : মদন বললেন, ‘ওহ লাভলি’, আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ কল্যাণের! দিলীপকে কী বললেন গর্গ-অরিত্র-মদন?

প্রসঙ্গত, আগামীতে ‘কেশরি চ্যাপ্টার ২’ ছবির প্রযোজক হিসেবে দেখা যাবে করণকে। করণ সিং ত্যাগী পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে, আর মাধবন। ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পেতে চলেছে আজ ১৮ ই এপ্রিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X