দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে পালিয়েছিলেন অভিষেক! ছোটবেলার ট্রমা এখনো ভোলেননি করন

   

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের হেভিওয়েট ব‍্যক্তিত্বদের মধ‍্যে একজন করন জোহর (Karan Johar)। তিনিই ট্রোলড হন সবথেকে বেশি। তবে ইন্ডাস্ট্রিতে তাঁর প্রতিপত্তিও অস্বীকার করা যায় না। শুধু এখনকার ব‍্যাপার নয়, ছোট থেকেই এমন পরিবেশে বেড়ে উঠেছেন করন। তিনি নিজেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির ধনী এবং অভিজাত পরিবারের সন্তানদের সঙ্গেই ওঠাবসা ছিল তাঁর, যাঁদের মধ‍্যে অন‍্যতম ছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।

বছর কয়েক আগে করন সঞ্চালিত এক রেডিও শোতে অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ পুত্র। সেখানেই অভিষেক হাটে হাঁড়ি ভেঙেছিলেন। করনকে সোজাসুজি জিজ্ঞাসা করে বসেছিলেন, এখন তো তিনি ইন্ডাস্ট্রির একজন ক্ষমতাশালী ব‍্যক্তি। কিন্তু ছোটবেলায় তাঁকেই গাছের সঙ্গে বেঁধে একা ফেলে পালিয়ে গিয়েছিলেন অভিষেক।

Abhishek Bachchan 1200

হাসতে হাসতে করন জানিয়েছিলেন, তাঁর খুব ভালোই মনে আছে ঘটনাটা। এখন হেসে উড়িয়ে দিচ্ছেন বটে, কিন্তু ওটা তাঁর ছোটবেলার অন‍্যতম ভয়াবহ স্মৃতি যার ট্রমা দীর্ঘদিন ধরে তাড়া করেছিল তাঁকে। করন জানান, অভিষেকের বাড়িতে একটি পার্টির সময়ে ফারহান আখতার, আদিত‍্য চোপড়া, উদয় চোপড়া মিলে এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। আর অভিষেক নিজে তো ছিলেনই।

তবে করন একা নয়, তাঁর সঙ্গে নিজের দিদি শ্বেতাকেও বেঁধে দিয়েছিলেন অভিষেক। অভিষেকের দুষ্টুমিতে বেকায়দায় পড়লেও একটা লাভ হয়েছিল করনের। শ্বেতার সঙ্গে খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁর। এখনো তিনি করনের খুব ভাল বন্ধু হয়ে রয়েছেন।

Karan johar relation

ছোটবেলায় আর পাঁচজনের মতোই বেশ কিছু লজ্জাজনক অভিজ্ঞতা রয়েছে করনের। তার মধ‍্যে আরো একটির কথা জানিয়েছিলেন তিনি। একবার করনের মা একটি পার্টির জন‍্য সুপারম‍্যানের সাজে সাজিয়ে দিয়েছিলেন তাঁকে। তিনি ভেবেছিলেন ফ‍্যান্সি ড্রেস পার্টি হবে। কিন্তু করন গিয়ে জানতে পারেন, পার্টিটা সাধারণ। খুব লজ্জার মুখে পড়েছিলেন তিনি।

শুধু অভিষেক নয়। অক্ষয় খান্নার হাতেও নাকি ছোটবেলায় হেনস্থা হতে হয়েছিল করনকে। ছোটবেলায় একে অপরের প্রতিবেশী ছিলেন তাঁরা। দুজনেই ব‍্যাডমিন্টন খেলতেন। তবে করন ছিলেন একেবারেই আনাড়ি আর অক্ষয় তুখোড়। তাই সবসময়ই করনকে নাকি হ‍্যাটা করতেন অক্ষয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর