এখনো সমস‍্যায় পড়লে ‘ভাই’ এর কাছেই ছুটে যান, ২৯ বছর আগে শাহরুখের সঙ্গে প্রথম আলাপের স্মৃতি ভাগ করলেন করন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আরো এক বছর বয়স বাড়ল বলিউডের বাদশার। ৫৭ তে পা দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। গোটা ইন্ডাস্ট্রি তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। অভিনেতা, অভিনেত্রীদের থেকে অগুন্তি ভক্তরা ভালবাসা উজাড় করে দিয়েছেন কিং খানের জন‍্য। বিশেষ করে নজর কাড়ল শাহরুখের প্রিয় বন্ধু প্রযোজক পরিচালক করন জোহরের (Karan Johar) বার্তা।

একথা কারোরই অজানা নয় যে করন এবং শাহরুখের বন্ধুত্ব দীর্ঘদিনের। প্রযোজকের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁদের বন্ধুত্বটা শুধু আর পেশার গণ্ডিতে আটকে নেই। নিজেকে শাহরুখের ‘ভাই’ বলেন করন। জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে, একাধিক সমস‍্যায় বন্ধুকে পাশে পেয়েছেন তিনি। তাঁদের মধ‍্যে বয়সের ফারাক থাকলেও বন্ধুত্বটা একেবারে নির্ভেজাল।


আজ কিং খানের ৫৭ তম জন্মদিনে নিজের মনের কথা উজাড় করে দিলেন ‘কে জো’। বিভিন্ন ছবির সেটে তোলা শাহরুখের সঙ্গে একাধিক ছবির একটি কোলাজ ভিডিও শেয়ার করেছেন করন। সঙ্গে ভাগ করে নিয়েছেন ২৯ বছর আগে অভিনেতার সঙ্গে দেখা হওয়ার প্রথম মুহূর্তের স্মৃতি।

‘করণ অর্জুন’ ছবির সেটে প্রথম বার শাহরুখের সঙ্গে আলাপ হয়েছিল করনের। তখন তাঁর কেরিয়ার বলতে প্রায় কিছুই ছিল না। আজকের খ‍্যাতনামা প্রযোজক পরিচালক তখনো তিনি হয়ে ওঠেননি। অনেকটাই মেদবহুল চেহারাও ছিল তাঁর। বাবা যশ জোহরের সঙ্গে ফিল্ম সিটির সেটে গিয়েছিলেন করন।

https://www.instagram.com/reel/Ckct6DUIUZN/?igshid=YmMyMTA2M2Y=

প্রযোজক জানিয়েছেন, ফিল্ম স্টারদের নিয়ে তাঁর ভিন্ন ধারণা ছিল। তাই হঠাৎ জনপ্রিয়তা পাওয়া শাহরুখের ব‍্যাপারে বেশ কৌতূহলী ছিলেন তিনি। করন লিখেছেন, তাঁর বাবাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন শাহরুখ। করনের সঙ্গেও খুব আন্তরিক ভাবে কথা বলেছিলেন। ‘খিছুড়ি’ কথাবার্তা হলেও মন দিয়ে শুনেছিলেন শাহরুখ।

দৃশ‍্যটা বদলায়নি এখনো। সেই বন্ধু এখন করনের ‘ভাই’ হয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত নিজের সমস্ত সমস‍্যায় শাহরুখের কাছেই যান তিনি। করন স্পষ্ট লিখেছেন, তাঁর যাবতীয় সাফল‍্য আদি (আদিত‍্য চোপড়া) এবং ভাই অর্থাৎ শাহরুখের জন‍্যই। পাশাপাশি তিনি এও ঘোষনা করে দিয়েছেন, পাঠান নিশ্চিত ভাবে ব্লকবাস্টার হবে।

সম্পর্কিত খবর

X