করনের সঞ্চালনায় শুরু ‘বিগ বস OTT’, নাচের তালে কোমর দুলিয়ে শুভ উদ্বোধন ‘পরমসুন্দরী’ মালাইকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের জন‍্য উন্মুক্ত হয়ে গেল ‘বিগ বস OTT’র (bigg boss OTT) দরজা। টেলিভিশনের সর্বাধিক বিতর্কিত শোয়ের এই সিজনে রয়েছে একাধিক চমক। সে খবর অবশ‍্য আগেই পাওয়া গিয়েছিল। অন‍্যান‍্য বারের তুলনায় এবারে আরো আগে শুরু হয়েছে বিগ বসের সম্প্রচার। কারণ টেলিভিশনেরও আগে এবার ডিজিটাল প্ল‍্যাটফর্মে আসছে বিগ বস। সঞ্চালনায় থাকছেন পরিচালক প্রযোজক করন জোহর (karan johar)।

৮ অগাস্ট ঠিক রাত আটটা নাগাদ শুরু হবে বিগ বস OTT ভার্সনের প্রিমিয়ার। তার আগেই দর্শকদের জন‍্য এক বিশেষ সারপ্রাইজ নিয়ে এলেন করন। প্রতিযোগীদের আগেই দর্শকরা সুযোগ পেলেন বিগ বসের ঘরের অন্দরমহল ঘুরে দেখবার। বোহেমিয়ান থিমে সাজানো হয়েছে এবার ঘর। অন‍্যান‍্য বারের মতোই রয়েছে এক বিশাল হল এবং মাস্টার বেডরুম।


প্রিমিয়ারের এক ঝলকও শেয়ার করা হয়েছে OTT বিগ বসের স্ট্রিমিং প্ল‍্যাটফর্ম voot এর তরফে। ইতিমধ‍্যেই হিট ‘পরমসুন্দরী’ গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে মালাইকা অরোরাকে। এরপরেই প্রতিযোগীরা প্রবেশ করতে পারবেন ঘরের ভিতরে। ডিজিটাল প্ল‍্যাটফর্মে বিগ বসের পর ফের টেলিভিশনে শুরু হবে আসল শো যার সঞ্চালনা করবেন সলমন খান।

https://www.instagram.com/p/CSTbej5IFAY/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CSSG7k0ovBX/?utm_medium=copy_link

এবারে প্রতিযোগীদের তালিকায় রয়েছেন গায়িকা নেহা ভাসিন, ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী নেহা মারদা, অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত, ‘স্প্লিটভিলা ১০’ শোয়ের প্রতিযোগী দিব্যা আগরওয়াল, অভিনেতা অর্জুন বিজলানি, অভিনেতা করণ কুন্দ্রার প্রাক্তন অনুষা দান্ডেকর, অভিনেতা জিশান খান। রিয়া চক্রবর্তীরও প্রতিযোগী হওয়ার কথা ছিল তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি শোয়ের নির্মাতারা।

X