বাংলাহান্ট ডেস্ক: ‘মাই নেম ইজ খান’ (my name is khan) পুরস্কারের জন্য মনোনীত না হওয়ায় একরকম হুমকি দিয়েছিলেন করন জোহর (karan johar)। সম্প্রতি এমনই অভিযোগ উঠল প্রযোজকের বিরুদ্ধে। বলিউডের ঝাঁ চকচকে গ্ল্যামারাস জগতের অন্যতম আকর্ষণ বিভিন্ন নামজাদা অ্যাওয়ার্ড শো গুলি। তবে নাচ, গানের জৌলুসের পেছনে এই শোগুলির যে একটা অন্ধকারাচ্ছন্ন দিক আছে তা এর আগে অনেকেই প্রকাশ্যে এনেছেন। এমনকি ফিল্মফেয়ার পুরস্কার কিনে নেওয়ার কথা নিজের আত্মজীবনীতেই লিখেছিলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।
এবার স্ক্রিন অ্যাওয়ার্ডস নিয়ে মুখ খোলেন অনুষ্ঠানের আয়োজক মিডিয়ার প্রাক্তন সিইও এবং এডিটর ইন চিফ শেখর গুপ্তা। পরিচালক তথা প্রযোজক করন জোহরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বলেন, তাঁর পরিচালনায় মাই নেম ইজ খান ছবিটি কোনও পুরস্কারের জন্য মনোনীত না হওয়ায় ফোন করে এক রকম হুমকি দেন করন। ২০১১ সালের অ্যাওয়ার্ড শোয়ের কথা উল্লেখ করে শেখর বলেন, “সেই বছরে মাই নেম ইজ খান সবথেকে বড় হিট ছবি ছিল। কিন্তু স্ক্রিন অ্যাওয়ার্ডে এই ছবি কোনও পুরস্কারের জন্যই মনোনীত হয়নি। সেই সময় জুরিদের মূল সদস্য ছিলেন অমোল পালেকর। শাহরুখকে সেবার সঞ্চালকের ভূমিকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের তিন দিন আগে আমাকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।”
শেখর গুপ্তা আরও বলেন, “করন জোহর আমার সঙ্গে তর্ক করতে থাকেন অনুরাগ কাশ্যপের উড়ানের মতো একটি সাধারন ছবি মনোনয়ন পেল অথচ বছরের সেরা ছবি কেন পেল না? অবশ্য পরে ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ডটি মাই নেম ইজ খান ছবিই পায়।”
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবি নিয়েও বিষ্ফোরক তথ্য ফাঁস করেন শেখর। তিনি জানান, ২০১২ তে ‘দ্য ডার্টি পিকচার’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ দুটি ছবিকেই সেরা ছবির পুরস্কার দেওয়া হয়। কিন্তু সেরা পরিচালকের পুরস্কার পান দ্য ডার্টি পিকচারের পরিচালক মিলন লুথরা। এরপরেই জিন্দেগি না মিলেগি দোবারার সব কলাকুশলীরা অ্যাওয়ার্ড শো বয়কট করে।
বাধ্য হয়ে জাভেদ আখতারের কাছে অনুরোধ জানান শেখর। তারপর সৌজন্য রক্ষার জন্য ফারহান আখতার শোতে আসেন বটে কিন্তু পুরস্কার গ্রহণ তিনি করেননি। কিছুক্ষণ থেকেই শো ছেড়ে ফারহান বেরিয়ে যান বলেও জানান শেখর গুপ্তা।