বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর (karan johar) ও তাঁর নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। করন জোহর, আলিয়া ভাট, সোনম কাপুর, সলমন খান সহ ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।
সুশান্তের মৃত্যুর জন্য এখনও নেটিজেনের একাংশ করন জোহরকেই দায়ী করছেন। প্রতিনিয়ত ট্রোলের সম্মুখীন হওয়ায় আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন তিনি।
এবার শোনা যাচ্ছে, আলিয়া ভাট ও রিয়া চক্রবর্তীর পথ অনুসরণ করে অনলাইন ট্রোলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন করন জোহর। পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, অনলাইনে ট্রোল সমালোচনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন করন। আইনজীবী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একটি টিম নিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞরা সেই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নজরে রাখছে যারা করনকে হুমকি দিয়েছে। অ্যাকাউন্টগুলি আসল না নকল তা জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, শুধু করনকে নয়। তাঁর ছোট ছোট ছেলে মেয়েদের খুনের হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণের হুমকি পেয়েছেন করণের মাও। উল্লেখ্য, অনলাইনে কেউ হুমকি অথবা কুরুচিকর মন্তব্য করতে ধরা পড়লে লক্ষ টাকা জরিমানা এবং ভারতীয় দণ্ডবিধির তথ্যপ্রযুক্তি আইনে ৬৭ ও ৫০৭ ধারা অনুযায়ী কারাদণ্ড হতে পারে।