বিগ বসের নয়া সিজনে বিরাট চমক, সলমনের বদলে সঞ্চালনা করবেন করন জোহর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের সর্বাধিক বিতর্কিত শো ‘বিগ বস’ (bigg boss) পেল এক নতুন সঞ্চালককে। দীর্ঘদিন ধরে বিগ বসের সঞ্চালনা করে এসেছেন সলমন খান (salman khan)। শোয়ের জনপ্রিয়তা বাড়ার পেছনে তাঁর কৃতিত্বও অনস্বীকার্য। কিন্তু এবার বিগ বসে এসেছে কিছু বদল। সেই সঙ্গে বদলেছে সঞ্চালকও। বহু গুঞ্জনের পর শেষমেষ ঠিক হয়েছে সঞ্চালক হচ্ছেন করন জোহর (karan johar)।

আগামী বিগ বসে যে বড়সড় কিছু পরিবর্তন আসছে তা অনেক আগে থেকেই জানা গিয়েছিল। আগামী সিজনের শো টিভিতে সম্প্রচার হওয়ার অনেক আগেই সম্প্রচারিত হবে OTT প্ল‍্যাটফর্মে। শোয়ের এই ডিজিটাল ভার্সনেরই সঞ্চালনা করতে চলেছেন করন। আগামী ৮ অগাস্ট থেকে Voot এ সম্প্রচারিত হবে বিগ বসের আগামী সিজন।


সূত্রের খবর, বিগ বসের এই ডিজিটাল ভার্সনটি মূলত হবে তরুণ বয়সের দর্শকদের জন‍্য। থাকবে আরো বেশি নাটকীয়তা, আরো বেশি বিতর্ক। আর কে না জানে যেখানেই গসিপ, নাটক সেখানেই করন। উপরন্তু টিভির তুলনায় ডিজিটাল ভার্সনটির সময়সীমাও অনেক কম। সব দিক দিয়েই করন এই অংশটির জন‍্য যোগ‍্য সঞ্চালক।

করন নিজেও খুবই উত্তেজিত বিগ বসের সঞ্চালনা নিয়ে। সংবাদ মাধ‍্যমের কাছে তিনি বলেন, “আমি আর আমার মা বিগ বসের খুব বড় ভক্ত। একটা এপিসোডও আমরা মিস করি না। এক দশক ধরে আমি বিভিন্ন শো সঞ্চালOTTকরেছি আর এবার বিগ বস OTTর পালা। আমি নিশ্চিত এটা দারুন হবে। শেষমেষ আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে।”

https://www.instagram.com/p/CRoM6h1laJM/?utm_medium=copy_link

কিছুদিন আগে সলমন নিজেই বিগ বস OTT র প্রথম ট্রেলার লঞ্চ করেন। প্রতিযোগীদের জন‍্য কিছু বিশেষ উপদেশও দেন তিনি। শোনা যাচ্ছে এই বিশেষ অংশটিতে মূলত ইনফ্লুয়েন্সার, সোশ‍্যাল মিডিয়া তারকা ও কিছু টিভি তারকাদের দেখা যাবে। বিগ বসের ঘরে তাঁদের গোটা দিনের কর্মকাণ্ডই দেখা যাবে সরাসরি। দিব‍্যা আগরওয়াল ও রিদ্ধিমা পণ্ডিত ইতিমধ‍্যেই শোয়ের জন‍্য হ‍্যাঁ বলে দিয়েছেন বলে খবর।

X