হতাশার মিথ‍্যে নাটক! রণবীর কাপুরের পার্টিতে হাসিমুখে ভাইরাল করন জোহরের ছবি

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। করন জোহর (karan johar) ও তাঁর নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। করন জোহর, একতা কাপুর, ভূষন কুমার, সলমন খান সহ ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছেন নেটিজেনরা। সোশ‍্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।

images 2020 07 07T182812.490
সুশান্তের মৃত‍্যুর জন‍্য এখনও নেটিজেনের একাংশ করন জোহরকেই দায়ী করছেন। প্রতিনিয়ত সোশ‍্যাল মিডিয়ায় সমালোচনা ও ক্ষোভের সম্মুখীন হওয়ায় করন আগেই নিজের ফোন নম্বর বদলে ফেলেছিলেন বলে জানা গিয়েছে। নেপোটিজমের ধ্বজাধারী, বৃহন্নলা, অসচ্চরিত্র এভাবেই নেটদুনিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়ছেন করন। এসব নিয়েই নাকি প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।
সম্প্রতি এমনই দাবি করেছিলেন পরিচালকের ঘনিষ্ঠ এক ব‍্যক্তি। কিন্তু বাস্তবে দেখা গেল অন‍্য চিত্র। রণবীর কাপুরের পার্টিতে বহাল তবিয়তে দেখা মিলল করনের। সম্প্রতি নীতু কাপুরের জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ডেকে বাড়িতেই ছোটখাট পার্টির আয়োজন করেন রণবীর ও তাঁর দিদি ঋদ্ধিমা। সেখানে আমন্ত্রিত ছিলেন করন জোহরও।

PicsArt 07 07 06.32.45
রণবীরের পরিবারের সঙ্গে বেশ হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজও দিতে দেখা গেল পরিচালককে। সুশান্তের মৃত‍্যুর পর এই প্রথম ক‍্যামেরার সামনে এলেন তিনি। সেই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়। আর ছবি ভাইরাল হতেই ফের সমালোচনার মুখে পড়েছেন করন। হতাশা, অবসাদ সবই নাটক, মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা, আসলে একেবারেই বদলাননি করন। এমন ভাবেই পরিচালকের দিকে তোপ দেগেছে নেটজনতা। তবে এই প্রসঙ্গে করন এখনও মুখ খোলেননি।

https://www.instagram.com/p/CCZFy7iA2Zd/?igshid=3ks07fik60i0

প্রসঙ্গত, সম্প্রতি পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু মুখ খোলেন করনের ব‍্যাপারে। প্রতিনিয়ত ট্রোল, অশ্রাব‍্য গালিগালাজের মুখে পড়ে নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন করন। ওই বন্ধু জানান, এর আগেও করনকে নিয়ে বহুবার ট্রোল হয়েছে। কিন্তু এমন বিপর্যস্ত তাঁকে আগে দেখেননি তিনি।
করনের মৃত‍্যু কামনা করে অভিশাপ, তাঁর মা এমনকি তিন বছরের ছোট সন্তানদেরও মৃত‍্যু কামনা করা হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। অভিশাপ দিয়ে ব‍্যক্তিগত মেসেজ করা হচ্ছে পরিচালককে। সব মিলিয়ে প্রচণ্ড ভাবে ভেঙে পড়েছেন করন জোহর। এমনটাই জানান ওই বন্ধু।

Niranjana Nag

সম্পর্কিত খবর