কুম্ভ মেলায় নাগা সন্ন‍্যাসীদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব‍্য, খুনের হুমকি পেলেন অভিনেতা করণ ওয়াহি

বাংলাহান্ট ডেস্ক: নাগা সন্ন‍্যাসীদের (naga sadhu) নিয়ে বিতর্কিত মন্তব‍্য করে বড়সড় সমস‍্যার মুখে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেতা করণ ওয়াহি (karan wahi)। কুম্ভ মেলা উপলক্ষে নাগা সন্ন‍্যাসীদের জমায়েত নিয়ে কটাক্ষ করে  নেটিজেনদের আক্রমণের শিকার হলেন অভিনেতা। খুনের হুমকিও পেয়েছেন তিনি।

কুম্ভ মেলা উপলক্ষে হরিদ্বারে জমায়েত হয়েছেন লক্ষ লক্ষ পুণ‍্যার্থী। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত উপেক্ষা করেই পুণ‍্যলাভের আশায় কুম্ভ মেলায় যোগ দিতে এসেছেন কাতারে কাতারে মানুষ। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ‍্যমন্ত্রক। এমতাবস্থায় কুম্ভ মেলার পুণ‍্যার্থীদের মধ‍্যে অন্তত ১৮০০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে।

Karan Wahi
এই প্রসঙ্গেই একটি পোস্ট শেয়ার করেছিলেন করণ। তিনি প্রশ্ন করেন, ‘নাগা বাবাদের জন‍্য ওয়ার্ক ফ্রম হোমের কোনো সংষ্কৃতি নেই? যেমন গঙ্গা থেকে জল নিয়ে নিজের বাড়িতে স্নান করা।’ মজার ছলে করা এই কটাক্ষের ফলও ভুগতে হয়েছে করণকে।

KWA 1618487052046
নাগা সন্ন‍্যাসীদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব‍্য করায় রীতিমতো হুমকি দেওয়া হয় করণকে। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানানো হয় কিছু হিন্দুত্ববাদী সংগঠনের তরফে। ওই পোস্ট অবিলম্বে মুছে ফেলার আদেশ দিয়ে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় অভিনেতাকে। সেই সব হুমকি মেসেজের স্ক্রিনশট সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন করণ ওয়াহি।

এর আগে মিলিন্দ সোমনের নগ্নতার সঙ্গে নাগা সন্ন‍্যাসীদের তুলনা করে বিপাকে পড়েছিলেন পূজা বেদি। হিন্দুধর্মের ভাবাবেগ ও বিশ্বাসে আঘাত হেনেছেন তিনি, এমনি অভিযোগ তুলে পূজার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, পূজার মন্তব‍্যের কড়া নিন্দা করেছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।

ভারতীয় সাধুদের সর্বোচ্চ সংগঠন এই অখিল ভারতীয় আখড়া পরিষদ। পূজা বেদীকে সরাসরি তোপ দেগে সংগঠনের সভাপতি মহান্ত নরেন্দ্র গিরি বলেন, একজন অভিনেতার নগ্নতার সঙ্গে নাগা সন্ন‍্যাসীদের নগ্নতার তুলনা চলে না। দীর্ঘ সাধনার পর সমস্ত কাম ক্রোধ বিসর্জন দেওয়ার পরেই নাগা সন্ন‍্যাসী হওয়া যায়।

পূজা বেদীকে হরিদ্বারের মহাকুম্ভ মেলায় আমন্ত্রণ জানিয়ে মহান্ত নরেন্দ্র গিরি বলেন, নিজের স্বার্থের জন‍্য নগ্ন হলে ভুল বার্তা দেওয়া হয়। নেটিজেনদের একাংশও এমন মন্তব‍্যের জন‍্য কড়া সমালোচনা করেছেন প্রাক্তন অভিনেত্রীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর