ইংরেজি বলতে না পারায় অপমানিত হতে হয়েছিল, কঙ্গনার নিশানায় করণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতে বেশ জনপ্রিয় নাম কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বিতর্কিত মন্তব্য করে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বলি তারকাদের সঙ্গে নানান কারণে ঝগড়ায় জড়িয়ে পড়েন। আর এবার সেই তালিকায় নাম জুড়লো পরিচালক করণ জোহারের (Karan Johar)।

যদিও এই প্রথমবার নয়। এর আগেও বলিউডের দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়ার পাশে দাঁড়াতে গিয়ে করণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। আর এবার তিনি তুলে ধরলেন অতীত কথা। সোশ্যাল মিডিয়ায় এক হাত নিলেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহারকে।

বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই থেকেই বিপদের মুখে পড়েছেন করণ। এসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে পুরনো এক ভিডিও। যেখানে পরিচালককে বলতে শোনা যায়, অনুষ্কার কেরিয়ার শেষ করে দেবেন তিনি। এরপরেই বিপদ যেন আরও বেড়ে যায়। যদিও নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে এই ঘটনার কড়া জবাব দিয়েছেন করণ।

Karan-Kankana

কিন্তু কোনভাবেই তাকে ছেড়ে দিতে নারাজ বলে কুইন কঙ্গনা রানাওয়াত। ফের একবার তাঁকে এক হাত নিলেন অভিনেত্রী। পরিচালকের পোস্ট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘আমাকে একটা সময় জাতীয় শোয়ে অপমান করেছিলেন। কারণ আমি ভালো করে ইংরেজিটা বলতে পারতাম না। তবে আজ ওঁর হিন্দি দেখে আমার একটা কথা মাথায় চলে আসলো। এতদিনে অন্তত হিন্দিতে আপনি সংশোধন করতে পেরেছেন’।

Karan-Kankana

এখানেই শেষ নয়। করণ জোহরকে চাচা চৌধুরী তকমাও দিয়েছেন অভিনেত্রী। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দি কবিতা লিখেছিলেন করুন। তিনি লেখেন, ‘ লাগা লো ইলজাম, হাম ঝুকনেওয়ালো মে সে নেহি/ ঝুট কা বান যাও গোলাম, হাম বোলনেওয়ালো মে সে নেহি/ জিতনা নিচা দিখাওগে, জিতনা আরোপ লাগাওগে, হাম গিরনেওয়ালো মে সে নেহি/ হামারা করম হামারা বিজয় হ্যায়, আপ উঠালো তলোয়ার, হাম মরনেওয়ালো মে সে নেহি’।

Karan-Kankana

অর্থাৎ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হলেও মাথা নত করবেন না তিনি। তার কর্মের মাধ্যমেই জয় ছিনিয়ে নেবেন তিনি। এমনকি কারোর হাতে যদি তরোয়াল থাকে তাহলেও মারতে পারবে না তাকে। এবার তাঁকে পাল্টা দিলেন বলি কুইন।

X