বাংলাহান্ট ডেস্ক: করোনা কবেই বিদায় নিয়েছে। দুঃস্বপ্নের মতো দিনগুলো কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বিশ্ব। কিন্তু ছুটি নেই অভিনেতা সোনু সূদের (Sonu Sood)। সেই করোনা কাল থেকে মানুষকে সাহায্য করতে পথে নেমেছেন তিনি। এখনো পর্যন্ত সে কাজে ক্ষান্ত দেননি সোনু।
পরিশ্রমের সঠিক মূল্যও অবশ্য পাচ্ছেন তিনি। ভালবাসা, শুভকামনার পাশাপাশি ছোট ছোট উপহারও পেয়ে থাকেন সোনু। এই যেমন জাতীয় স্তরে পদকজয়ী ক্যারাটে চ্যাম্পিয়ন অমৃতপাল কউর নিজের সোনার পদক উৎসর্গ করলেন অভিনেতার নামে।
দু বছর আগে অমৃতপালের হাঁটুর অস্ত্রোপচারে সাহায্য করেছিলেন সোনু। কৃতজ্ঞতায় নিজের পদক উৎসর্গ করে ধন্যবাদ জানিয়েছেন ক্যারাটে চ্যাম্পিয়ন। অমৃতপালের দুটি ছবি শেয়ার করেছেন সোনু। একটি অস্ত্রোপচারের আগেকার আর অন্যটি পরের।
সোনু লিখেছেন, ‘যখন আপনি দেখেন অন্যদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব আপনি ফেলতে পেরেছেন, তাতে জীবনটা আরো অর্থবহ হয়ে ওঠে। অমৃতপালের সঙ্গে আমার পরিচয় হয় দু বছর আগে যখন তাঁর জরুরি ভিত্তিতে হাঁটুর অস্ত্রোপচারের দরকার ছিল। ওঁর অনেক বড় স্বপ্ন ছিল কিন্তু পরিস্থিতি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ওঁকে ওই জায়গায় পৌঁছাতে সাহায্য করাটা আমার জীবনের সবথেকে বড় সম্মান ছিল আর আজ ওঁর হাতে এই পদকটা পরিশ্রমের মূল্য বাড়িয়ে দিল।’
সোনু জানিয়েছেন, প্রতিপক্ষকে একটাও সুযোগ না দিয়ে স্বর্ণপদকটি নিজের নামে করে নিয়েছেন অমৃতপাল। আগামীতে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। উত্তরে সোনুকে নিজের ‘রক্ষাকর্তা’ বলে দাবি করে অমৃতপাল লিখেছেন, সোনার পদকটি তিনি অভিনেতাকে উৎসর্গ করছেন।
https://www.instagram.com/p/Cff4iewqP5O/?igshid=YmMyMTA2M2Y=
এর আগে থাইল্যান্ডে আটকে পড়া এক ভারতীয় সাহিলকে দেশে ফিরিয়ে এনেছিলেন সোনু। টিকিট পেতেই ছবি শেয়ার করে সোনুকে ধন্যবাদ জানান সাহিল। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে একটি ভিডিও শেয়ার করে সাহিল জানান, তিনি এর আগে বিভিন্ন ভারতীয় সংস্থাকে টুইট করেছিলেন। কিন্তু কেউ উত্তর দেয়নি।
সোনুকে ধন্যবাদ জানিয়ে সাহিল লেখেন, ‘অবশেষে ভারত পৌঁছালাম। কোনো কথার অবকাশ নেই। সোনু সূদ সত্যিই একজন রত্ন। আমি চিরদিন আপনার আরো উন্নতি চাইব। আপনি যা করেছেন, এখন কেউ করে না।’ সোনু উত্তর দেন, ‘আমাদের হিন্দুস্তানি ভাই তুমি। হিন্দুস্তানে ফেরত তো আনতেই হত।’