বুড়ো বরের কচি বউ! ১১ বছর বয়সে সইফের প্রথম বিয়ে খেতে গিয়েছিলেন করিনা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের পাওয়ার কাপল করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সইফ আলি খান (Saif Ali Khan)। বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে আভিজাত্য সবেতেই আলাদা করে নজর কাড়েন এই জুটি। আরো একটি কারণে ইন্ডাস্ট্রির বাকি জুটিদের থেকে আলাদা ‘সইফিনা’। আর তা হল তাঁদের মধ্যে বয়সের পার্থক্য।

এর জন্য কম ট্রোল হতে হয় না সইফ করিনাকে। বুড়ো বয়সে কচি মেয়ে বিয়ে করার জন্য এখনো পর্যন্ত কটাক্ষ সইতে হয় অভিনেতাকে। সইফের থেকে প্রায় ১০ বছরের ছোট করিনা। বয়সের এতটা ফারাক, উপরন্তু ডিভোর্সি, দুই সন্তানের বাবা সইফকে বিয়ে না করার জন্যই করিনাকে পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু কারোর কথাই কানে তোলেননি অভিনেত্রী।

kareenakapoorkhan41597230529

বেবোর স্বামী হওয়ার আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেছিলেন সইফ। তাঁর প্রথম স্ত্রী আবার তাঁর থেকে বেশ বড় ছিলেন। প্রথম বিয়ে থেকে দুই সন্তান হয় সইফের, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। হাস্যকর ব্যাপার হল, অভিনেতার প্রথম বিয়েতে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন করিনা।

১৯৯১ সালে বিয়ে হয় সইফ অমৃতার। খুবই কম বয়সে বিয়ে করে নিয়েছিলেন শর্মিলা পুত্র। অমৃতা অবশ্য সে সময়ে নামী অভিনেত্রী ছিলেন। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। অতিথিদের তালিকায় ছিল কাপুর পরিবার তথা করিনাও। সে সময়ে বেবো মাত্র ১১ বছরের কিশোরী।

890649 saifalikhan amritasingh divorce

শোনা গিয়েছিল, ছোট্ট করিনা নব বিবাহিত দম্পতিদের শুভেচ্ছা জানাতে সইফ নাকি বলেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ বেটা’। যদিও সেটা গুজব বলেই দাবি করা হয় বলিউডের অন্দরে। অমৃতার সঙ্গে অবশ্য বিয়েটা খুব বেশিদিন টেকেনি সইফের। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৭ সালে করিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। তারপর ২০১২ সালে বিয়ে করেন সইফ করিনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর