এতটুকু লজ্জা নেই! করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই পার্টি শুরু, ট্রোলের কবলে করিনা-অমৃতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা থেকে মুক্তি পেতেই ট্রোলের কবলে করিনা কাপুর খান (kareena kapoor khan)। দিন কয়েক আগেই করোনা থেকে সেরে উঠেছেন দুই বান্ধবী করিনা ও অমৃতা অরোরা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সরকারের করোনা বিধি ভেঙে পার্টি করার। আক্রান্ত হওয়ার পর দুই তারকাকে রীতিমতো তুলোধনা করেছিল নেটনাগরিকরা।

কিন্তু টনক নড়েনি করিনা অমৃতার। করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েই ফের উল্লাস শুরু করেছেন দুজন। ক্রিসমাসেই সেজেগুজে বন্ধুবান্ধব, পরিবারের লোকজনদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁদের। যখন আইসোলেশনে ছিলেন তখন সন্তানদের দেখতে না পেয়ে পাগলপারা হচ্ছিলেন করিনা। এদিকে আইসোলেশন থেকে বেরিয়েই হুল্লোড় শুরু করে দিলেন!


সরকার থেকে বারবার সতর্ক করা হচ্ছে ওমিক্রন নিয়ে। উপরন্তু করিনা অমৃতা সদ‍্য কোভিড মুক্ত হয়েছেন। তবুও কোনো হেলদোলই নেই তাঁদের। পার্টির ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোল শুরু করে দিয়েছেন নেটিজেনরা। একজন কটাক্ষ করেছেন, ‘ওমিক্রন আর ডেল্টা একসঙ্গে’। আরেকজন লিখেছেন, ‘এদের এতটুকু লজ্জা নেই! যেদিন রিপোর্ট নেগেটিভ এসেছে সেদিনই পার্টি শুরু করে দিয়েছেন। দায়িত্বজ্ঞানহীনতার চূড়ান্ত।’

উল্লেখ‍্য, করিনার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর তিন বান্ধবী অমৃতা অরোরা, মাহিপ কাপুর এবং সীমা খান। গত ৮ ডিসেম্বর করন জোহরের কভি খুশি কভি ঘম এর বর্ষপূর্তির পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা, অমৃতা, সীমা, মাহিপরা। সীমাই প্রথম করোনা আক্রান্ত হন বলে খবর।

তারপর একে একে সংক্রমণ ছড়ায় অন‍্যদের মধ‍্যে। উল্লেখ‍্য, করনের ওই পার্টিতে আলিয়া ভাট, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। তবে করন স্পষ্ট জানিয়েছেন দুবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। উপরন্তু পরিচালকের দাবি, তাঁর বাড়ির পার্টি থেকে নাকি করোনা ছড়ায়নি।

করিনা জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস‍্য ও বাড়ির কর্মচারীরা সকলেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আপাতত তাদের কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছিলেন বেবো।

সম্পর্কিত খবর

X