বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই মালদ্বীপ উড়ে গিয়েছেন সইফ আলি খান (saif ali khan) ও করিনা কাপুর খান (kareena kapoor khan)। সঙ্গে দুই ছেলে, তৈমুর ও জাহাঙ্গীর ওরফে জেহ। উদ্দেশ্য ছুটি কাটানো, সদ্য প্রকাশিত বইয়ের সাফল্য উদযাপন এবং স্বামীর জন্মদিন পালন। কিছুদিন আগেই গিয়েছে সইফের জন্মদিন। এবার পালা ছোট ছেলের। মালদ্বীপেই জাহাঙ্গীরের ছয় মাসের জন্মদিন পালন করলেন করিনা।
ছেলের জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জেহকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নীল হাফপ্যান্ট পরে রয়েছে ছোট্ট জাহাঙ্গীর। অন্যদিকে কালো গোলাপি বিকিনিতে করিনা। শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসা, আনন্দ আর সাহসে পরিপূর্ণ থাক তোমার জীবন।’ কমেন্ট বক্সে ছোট্ট জেহকে আদর দিয়েছেন আলিয়া ভাট, নেহা ধুপিয়া, মণীশ মালহোত্রারা।
ছবিতে জেহ পেছন ফিরে থাকলেও কিছুটা স্পষ্ট তাঁর মুখ। ধীরে ধীরে ছবিতে জেহকে প্রকাশ্যে আনছেন করিনা। এর আগে দুটি ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। প্রথম ছবিতে স্বামীর কাঁধে হাত রেখে লেন্সবন্দি হয়েছিলেন করিনা। সঙ্গে রয়েছে তৈমুরও। পাশেই শুয়ে ছিল ছোট্ট জাহাঙ্গীর। অপরদিকে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছিলেন মেয়ে সারা আলি খানও। সেখানে অনেকটাই স্পষ্ট ছিল জাহাঙ্গীরের মুখ।
করিনার ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মের পর এটাই তাঁদের প্রথম ভ্যাকেশন। অর্থাৎ এই প্রথম মালদ্বীপ ভ্রমণ করল ছোট্ট জেহ। এর আগেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ে জাহাঙ্গীরের প্রথম ছবি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি। করিনার ছোট ছেলেকে দেখে নেটিজেনদের মত একেবারে মায়ের মতোই দেখতে হয়েছে তাকে।
https://www.instagram.com/p/CS07fm1jFuT/?utm_medium=copy_link
করিনাও এর আগে জানিয়েছিলেন তাঁর দুই ছেলে দু রকম হয়েছে। তৈমুর ছোট থেকেই পাপারাৎজিকে দেখে লাইমলাইটের মধ্যে থেকে বড় হয়েছে। সে অনেক বেশি দুরন্ত, উচ্ছ্বল। কিন্তু এই ক মাসেই জেহ ওরফে জাহাঙ্গীর অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। করিনা আরো লিখেছেন তৈমুরকে বাবা সইফের মতো দেখতে হয়েছে। কিন্তু জাহাঙ্গীর একেবারে মায়ের মতো দেখতে হয়েছে।