ডেলিভারি হবে যেকোনো দিন, বেবি বাম্প নিয়েই যোগা করছেন করিনা, ভাইরাল ভিডিও

Published On:

ভিডিওবাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ‍্যেই সুখবরটা দিয়েছিলেন করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খান। আসতে চলেছে তৈমুরের খেলার সাথী। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বেবো। আর চলতি মাসেই নাকি আসবে সেই সুখবর। তাই এই সময়টা নিজেকে সময় দিচ্ছেন করিনা।

তৈমুরের মতো এবারেও গর্ভাবস্থায় কাজ করা বন্ধ করেননি করিনা। শুটিং সেরেছেন আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র। পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি ছোটখাটো বিজ্ঞাপনী শুটেও দেখা গিয়েছে অভিনেত্রী। সম্প্রতি এক জনপ্রিয় স্পোর্টস ওয়‍্যারের হয়ে বিজ্ঞাপনী শুট করতে দেখা যায় করিনাকে।


বেবি বাম্প নিয়েই শুট সারেন তিনি। নিজে সেই ফটোশুটের কিছু ছবি ইতিমধ‍্যেই শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে। এবার ভাইরাল হল করিনার যোগের ভিডিও। ফটোশুটেরই সময়কার ভিডিও এটি। হালকা গোলাপি ও কালো আউটফিটে বেবি বাম্প নিয়ে যোগা করতে দেখা গিয়েছে করিনাকে।

https://www.instagram.com/p/CKdTtYFpfYM/?igshid=1jcsjex72c6ap

সম্প্রতি সইফ জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ডেলিভারি হবে করিনার। এখন তাঁরা দুজনেই খুব শান্ত ও খুশি মনে রয়েছেন। গত কয়েক মাস এমনি চিন্তা ও ভয়ের মধ‍্যে কেটেছে যে এখনো কিছুটা ভয় পেয়েই রয়েছেন সইফ। তবে বাড়িতে ছোট্ট বাচ্চাদের দৌড়ানোর কথা ভেবেই তাঁর মন আনন্দে ভরে উঠছে।

এবার সইফ ও করিনার দ্বিতীয় সন্তানকে নিয়ে ভবিষ‍্যদ্বাণী করেন জ‍্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। তারকা দম্পতির ‘ফেস রিডিং’ করে তিনি জানিয়েছেন এবার কন‍্যাসন্তানের মা হতে চলেছেন করিনা। জ‍্যোতিষীর এই ভবিষ‍্যদ্বাণী নিয়ে ইতিমধ‍্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়।

X