বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির ফ্যাশন কুইনদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান (kareena kapoor khan)। অভিনয় জগতে বহু বছর হয়ে গেল তাঁর। সময়ে সময়ে ট্রেন্ড মেনে বদলেছেন নিজের লুক। তবে বেশির ভাগ সময়ে করিনার লুকই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবারে যেমন বেবোর ‘Gucci লুক’ চর্চার বিষয় হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে এই লুকের পেছনে যে পরিমাণ খরচা রয়েছে তা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
সম্প্রতি সইফ ও করিনাকে সপরিবারে শহর ছাড়তে দেখা যায়। বিমানবন্দরে দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে পাপারাৎজির লেন্সবন্দি হন দুজনে। সেখানেই নজর কাড়ে করিনার লুক। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘Gucci’ র একটি হলুদ টিশার্টের সঙ্গে রিপড জিন্স পরেছিলেন বেবো। সঙ্গে চোখে কালো সানগ্লাস। করিনার ব্র্যান্ডেড টিশার্টটির দাম প্রায় ৪৮,৮০০ টাকা।
এতেই চমকে গেলেন? চমকের তো আরো বাকি আছে! বেগম সাহেবার কাঁধে ঝোলানো ‘Gucci’ ব্যাগটির দাম চার লাখ সাতশো টাকা। সব মিলিয়ে করিনার লুকের পেছনে মোট খরচটা নিজেই হিসাব করে নিন। একদিনের এই লুকের পেছনেই চার লাখেরও বেশি টাকা খরচ করেছেন করিনা।
তবে এত সেজেগুজে পরিবারের সঙ্গে তিনি কোথায় চললেন তার খবর পাওয়া যায়নি। মনে করা হচ্ছে দিওয়ালির আগে আগে ছুটি কাটাতে কোথাও উড়ে গিয়েছেন বেবো। গত কয়েক মাসে বার কয়েক মালদ্বীপ ভ্রমণ করেছেন করিনা সইফ। স্বামী, ছোট ছেলে এবং নিজের জন্মদিনও মালদ্বীপেই সেলিব্রেট করেছেন তিনি।
https://www.instagram.com/p/CVfDjv2MCjs/?utm_medium=copy_link
কাজের দিক দিয়ে বলতে গেলে আগামীতে লাল সিং চাড্ডা ছবিতে দেখা যাবে করিনাকে। তাঁর বিপরীতে রয়েছেন আমির খান। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক এই ছবিটি। চলতি বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবির।