বাংলাহান্ট ডেস্ক: একবার নয়, বারবার অক্ষয় কুমারের গায়ে থুতু ছিটিয়েছেন করিনা কাপুর। হ্যাঁ ঠিকই পড়েছেন। এমনই বিষ্ফোরক মন্তব্য করলেন অভিনেতা নিজেই।
অভিনয়ের স্বার্থে কতকিছুই না করতে হয় অভিনেতাদের। অক্ষয়ের গায়ে করিনার এই থুতু ছেটানোর ঘটনাও অভিনয়ের স্বার্থেই বটে। আসলে তাঁদের আগামী ছবি ‘গুড নিউজ’ এ করিনাকে সন্তানের জন্ম দিতে দেখা যাবে। ওই দৃশ্যের শুটিংয়ের সময়ই দৃশ্যটা আরও বাস্তবায়িত করার জন্য এত জোরে চিৎকার করেছিলেন করিনা যে অক্ষয়ের গায়ে থুতু ছিটে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে এই তথ্য ফাঁস করেছেন আক্কি।
তিনিআরও জানান, তাঁর এমন অবস্থা হয়েছিল যে বারবার মেকআপ ঠিক করতে হচ্ছিল। তবে দীর্ঘদিনের বন্ধু করিনার সঙ্গে শুটিংয়ের সময় খুব মজাও করেছেন বলে জানান তিনি। হ্যাঁ, করিনা-অক্ষয়ের বন্ধুত্ব আজকের না। এর আগে বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। এমনকি সইফ যখন করিনাকে প্রপোজ করেন তার সাক্ষীও অক্ষয়। অক্ষয়-করিনা অভিনীত ‘টশন’ ছবির শুটিংয়ের সময় করিনাকে প্রপোজ করেছিলেন সইফ আলি খান।
এই মুহূর্তে হইহই করে চলছে ‘গুড নিউজ’ এর প্রমোশনের কাজ। অক্ষয় ও করিনা ছাড়াও এই ছবিতে রয়েছেন কিয়ারা আডবানী ও দিলজিৎ দোসাঞ্ঝ। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘গুড নিউজ’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার