পরপর ফ্লপ ছবি, অভিনয় ছেড়ে শেষমেষ পেশা বদলালেন ‘বেগম’ করিনা!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের এক জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। ২০০২ সালে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী। ‘রিফিউজি’ ছবির হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর। এর পর একের এক ছবিতে অভিনয় করেছেন বলিউডের বেবো। তাঁর ঝুলিয়ে রয়েছে ফ্লিম ফেয়ার পুরস্কার সহ নানান পুরস্কার।

২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনেত্রীর চরিত্রে দেখা গেছে তাঁকে। প্রায় ৪ বছর ধরে চলেছে এই ছবির শুটিং। যদিও মুক্তির পর একের পর বিতর্কে জড়িয়েছে করিনা-আমিরের এই ছবি। সোশ্যাল মিডিয়ায় উঠেছে ‘বয়কট বলিউড ট্রেন্ড’। মাত্র কয়েকদিন আগেই কলকাতায় উপস্থিত হয়ে এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

kareena kapoor khan working on producer rhea kapoors upcoming project

২০২২ সালটা মোটেই ভালো ছিল না বলিউডের। দক্ষিণী ছবির ভিড়ে হারিয়ে গেছিল বলিউড। তবে নতুন বছরের শুরুতেই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি। লম্বা লিস্টে অপেক্ষায় একের পর এক ছবি। শুরুটা হয়েছে শাহরুখ খানের পাঠান ছবির হাত ধরে। এককথায় বলতে গেলে বলিউডকে অক্সিজেন জোগাল শাহরুখের ‘পাঠান’।

kareena kapoor khan feature

নতুন বছরেই দর্শকদের সামনে নয়া অবতারে ধরা দিতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর। নায়িকা থেকে একেবারে গোয়েন্দা হয়ে উঠলেন তিনি। ‘বাকিংহাম মাডার্স’ ছবিতে এই অবতারেই ধরা দেবেন অভিনেত্রী। ছবি পরিচালকের দায়িত্বে রয়েছেন হনসল মেহেতা।

kareena kapoor khan wraps hansal mehtas detective thriller sujoy ghoshs the devotion of suspect x

জানা যাচ্ছে, হলিউডের এক ওয়েব সিরিজের রিমেক হিসেবে প্রকাশ পাবে ‘বাকিংহাম মাডার্স’। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। তবে কেবলমাত্র এই ছবি নয়। পরিচালক সুজয় ঘোষের একটি থ্রিলার ছবিতেও দেখা যাবে অভিনেত্রী করিনা কাপুরকে। সেই ছবির শুটিংও শেষ হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।

additiya

সম্পর্কিত খবর