এবার রাজনীতির মঞ্চে পর্দাপন করিশ্মা-করিনার! কোন দলে যোগ দেবেন কাপুর সিস্টার্স?

বাংলাহান্ট ডেস্ক : হাতে আছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে লোকসভা নির্বাচন। মসনদ দখলের লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না কেউই। শাসক দল থেকে শুরু করে বিরোধী পক্ষ, সেলিব্রিটিদের দলে টানতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলেই। ঠিক এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল এক বড় খবর।

সূত্রের খবর, এবার লোকসভা নির্বাচনে ডেবিউ করতে পারেন কাপুর সিস্টার্স অর্থাৎ করিশ্মা কাপুর এবং করিনা কাপুর ভোটের ময়দানে নামতে পারেন। আসলে, মহারাষ্ট্র মানেই বলিউড। আর, কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, গোবিন্দার মতো তারকারা এবার লোকসভার লড়াইয়ের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান। তাহলে, লোলো আর বেবোই বা বাদ থাকে কেন ?

আরোও পড়ুন : চাণক্যের মতে, এই ধরণের মেয়েদের সাথে গাঁটছড়া বাঁধাই বুদ্ধিমানের কাজ! দেখুন, তালিকায় কারা আছে

কিন্তু, প্রশ্ন হল জনপ্রিয় এই দুই নায়িকা কোন দলের হাত ধরবেন ? শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। এদিকে, কাপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে। যদিও করিশ্মা কিংবা করিনা কাপুরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ সম্পর্কে কোনও আপডেট মেলেনি।

আরোও পড়ুন : গুটকা-পানের পিকে দূষিত হচ্ছে মেট্রো স্টেশন! অভিযুক্তদের সবক দিতে কড়া দাওয়াই রেলের

তবে, একটা বিষয় প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে যে, সরাসরি ভোটে না লড়াই করলেও দুই বোন শিবসেনার তারকা প্রচারক হিসেবে জনসভা, ব়্যালি, মিটিং-মিছিলে মুখ দেখাতেই পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কপুর পরিবারের কোনও সদস্যকে সরাসরি রাজনীতিতে যোগদান করতে দেখা যায়নি। সব মিলিয়ে বলা যায়, এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এই দুই বোন।

ksreena kapoor

বলিউডের হাত ধরাধরি করেই থাকে রাজনীতি ও সিনেমা। শাহরুখ, সলমানকে একাধিকবার দেখা গেছে নেতা-মন্ত্রীদের সঙ্গে। এমনকী অনেক অভিনেতাই স্বেচ্ছায় পা দিয়েছেন রাজনীতিতে। ভোটে জিতে লোকসভা বা রাজ্যসভাতেও গিয়েছেন অনেকে। এবার সেই তালিকায় কাপুর কন্যাদের নাম জুড়তে চলেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর