অভিনেত্রী নন ননদ, সাবাকে প্রকাশ‍্যেই অবহেলা করেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে করিনা কাপুর খানের (kareena kapoor khan) নাকউঁচু স্বভাবের কথা কারোর অজানা নয়। ফিল্মি পরিবারের মেয়ে ফিল্মি পরিবারের পুত্রবধূ, উপরন্তু পতৌদির নবাবের বেগম সাহেবা তিনি। অ্যাটিটিউড তো একটু আলাদা হবেই। কিন্তু অনেকেই একাধিক বার অভিযোগ করেছেন করিনার ব‍্যবহার অত‍্যন্ত খারাপ। তার মধ‍্যে রয়েছেন অনুরাগীরা থেকে শুরু করে বলিউডে তাঁর সতীর্থরাও। এমনকি শোনা যায় নিজের ননদের সঙ্গেও করিনার সম্পর্ক ভাল না।

করিনার এই ননদ হলেন সাবা আলি খান (saba ali khan)। তবে তাঁকে খুব কম মানুষই চেনেন। কারণ নিজের ভাই বোনেদের মতো অভিনয়ের সঙ্গে যুক্ত নন তিনি। নিজের এই ননদের সঙ্গে নাকি করিনার সম্পর্ক খুব একটা ভাল নয়। তার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় পতৌদি পরিবারের সদস‍্যদের সঙ্গে বহু ছবি শেয়ার করলেও কোনোটাতেই কোনো প্রতিক্রিয়া দেন না বেবো।


অথচ সোশ‍্যাল মিডিয়ায় করিনা সক্রিয় নন এমনটাও কিন্তু নয়। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে টুকটাক পোস্ট, স্টোরি শেয়ার করতেই থাকেন তিনি। অনেককেই নিজে উত্তরও দেন নেটমাধ‍্যমে। তবে সাবার পোস্টে কেন কোনো প্রতিক্রিয়া দেন না করিনা? এতেই নেটিজেনদের ধারনা আরো বদ্ধমূল যে সাবার সঙ্গে করিনার সম্পর্ক খুব একটা ভাল নয়।

তবে সম্প্রতি করিনা-সইফ পুত্র তৈমুর আলি খানের একটি ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সাবা। নীল শার্টে তৈমুরের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমার জান! টিম। বুয়াজান অর্থাৎ আমার দেওয়া উপহার দেওয়া নীল শার্টে সেজেছে। আমার খুব ভাল লাগে ওদের এই পোশাকে দেখতে’। শেষমেষ সাবার এই ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন করিনা।

অবশ‍্য করিনার এই উদাসীন‍্য আগেই চোখে পড়েছে এক নেটনাগরিকের। তিনি গত মাসে সাবাকে প্রশ্ন করেছিলেন, ‘করিনা কখনো আপনার কমেন্টের উত্তর পর্যন্ত দেন না আর আপনি ওঁর ছবি পোস্ট করতেই থাকেন।’ এতে সাবার উত্তর ছিল, ‘আমি আমার ভাবিকে ভালবাসি। নিজের কাছে সবসময় সৎ থাকা উচিত।’ উল্লেখ‍্য, এই কমেন্টের পরেই সাবার পোস্টে প্রতিক্রিয়া দেন করিনা।

সম্পর্কিত খবর

X