বাংলাহান্ট ডেস্ক: আমির খানকে (Aamir Khan) বয়কট করুন। করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) বয়কট করুন। লাল সিং চাড্ডা বয়কট করুন। টুইটার জুড়ে এখন শুধুই এমনি ডাক উঠছে। ‘থ্রি ইডিয়টস’ এর পর এই ছবিতেই ফের জুটি বাঁধতে চলেছেন আমির করিনা। একাধিক বার তারিখ পেছোতে পেছোতে অবশেষে ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।
কিন্তু মুক্তির ঠিক আগে আগেই উপর্যুপরি বয়কটের ডাকে কপালে চিন্তার ভাঁজ আমিরের। ‘ভারত বিরোধী’ তকমার বিরোধিতা করে হাত জোড় করার জোগাড় অভিনেতার। রীতিমতো আর্জি জানিয়েছেন দর্শকদের কাছে, ছবিটি যেন বয়কট না করেন তারা। সকলেই যেন ছবিটি দেখেন।
অপরদিকে করিনার বক্তব্য সম্পূর্ণ অন্যরকম। দু বছর আগে নেপোটিজম বিতর্কে তিনি বলেছিলেন, যার ইচ্ছা হবে তাদের সিনেমা দেখবেন। যার ইচ্ছা হবে না দেখবে না, পরিস্কার কথা। দু বছর পরেও বেবোর দম্ভ একই রকম। নেটনাগরিকরা তাঁদের ছবি বয়কট করছে শুনে করিনার বক্তব্য, কিছুই যায় আসে না।
সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, এখন নানান মঞ্চ তৈরি হচ্ছে। সবার মতামত রাখার জায়গা তৈরি হয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস এড়িয়ে যেতে শিখতে হয় বলে মত করিনার। নয়তো জীবনে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। করিনা বলেন, এই জন্যই এসব কোনো কিছুতেই তিনি পাত্তা দেন না। তিনি আরো বলেন, যদি সিনেমা ভাল হয় তাহলে তার সাফল্যকে কেউ আটকাতে পারবে না।
করিনা এখনো ডাঁট দেখালেও আমির কিন্তু হাতজোড় করে ফেলেছেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি নিজের দেশ ভারতকে ভালবাসেন। দয়া করে দর্শকরা যেন তাঁর ছবি দেখতে আসেন।
ট্রোলের ব্যাপারে আমির বলেন, “আমার কষ্ট হয়। আমার খারাপ লাগে এটা ভেবে যে, যারা এই ধরনের কথা বলছে তারা মনে মনে ভাবে যে আমি ভারতকে ভালবাসি না। কিন্তু এটা তো সত্যি নয়। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষের চিন্তাধারা এমন। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। আমার ছবি দেখুন।”