বোরখা পরে করিনা কাপুর খান! ‘লাল সিং চাড্ডা’ বয়কট ট্রেন্ডের মাঝেই ভাইরাল পতৌদির বেগমের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করিনা কাপুর (Kareena Kapoor Khan), বলিউড ইন্ডাস্ট্রির এই মুহূর্তের সবথেকে পুরনো এবং প্রভাবশালী অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম, যিনি এখন খান পদবী জুড়ে নিয়েছেন নিজের নামের সঙ্গে। সইফ আলি খানের সঙ্গে তাঁর বিয়ের বয়স পেরিয়েছে ১০ বছর। পতৌদির ছোটে নবাবের সঙ্গে দীর্ঘ প্রেমের পর তারপরেই বিয়ে সেরেছিলেন কাপুর পরিবারের কন‍্যে।

বলিউডের অভিজাত পরিবারগুলির মধ‍্যে একটি কাপুর পরিবার‌। প্রখ‍্যাত অভিনেতা তথা পরিচালক তথা প্রযোজক রাজ কাপুরের নাতনি হলেন করিনা। পরিবারের ধারা বজায় রেখে পড়াশোনা মাঝপথে ছেড়েই অভিনয়ে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবি বক্স অফিসে ছাপ ফেলতে না পারলেও দ্রুত জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন করিনা।


বলিউডে একটা ব্র‍্যান্ড স্বরূপ বেবো। জিরো ফিগার ফ‍্যাশন প্রথম তিনিই শুরু করেন ইন্ডাস্ট্রিতে। সেই করিনাই আবার অন্তঃসত্ত্বা হওয়ার পর বেড়ে যাওয়া ওজন নিয়েই র‍্যাম্পে হেঁটে নজির তৈরি করেছিলেন। এক সময়কার ফ‍্যাশন সিম্বল এখন নেটপাড়ার ট্রোলের শিকার হলেও ফ‍্যাশন সেন্স কমে যায়নি তাঁর।

সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়েছে করিনার। সাদা কালো ছবি গুলিতে বোরখা পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে করিনার এখনকার আর তখনকার লুকের মধ‍্যে আকাশ।পাতাল তফাৎ। ছবিতে অনেকটাই তরুণী দেখাচ্ছে করিনাকে।

আসলে এই ছবিগুলি ২২ বছরের পুরনো। করিনার ডেবিউ ছবি ‘রিফিউজি’র সময়ে তোলা হয়েছিল ছবিগুলি। ওই ছবিতে ‘নাজনিন’ চরিত্রে অভিনয় করেছিলেন করিনা। মাস দুয়েক আগে ছবির ২২ বছর পূর্তি উপলক্ষে অভিনেত্রীর ফ‍্যান পেজের তরফে শেয়ার করা হয়েছিল ছবিগুলি। আর শেয়ার করা মাত্রই ভাইরাল।

https://www.instagram.com/p/CfauPElp7pa/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে মুক্তিপ্রাপ্ত আমির ও করিনা অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বয়কটের মুখে পড়েছে। ছবির হাল দেখে অভিনেত্রী আর্জি জানিয়েছিলেন, দর্শকরা যেন তাঁর ছবি বয়কট না করে। কারণ এটা খুব সুন্দর একটা ছবি। তাঁরা তিন বছর ধরে অপেক্ষা করেছেন এই ছবির মুক্তির জন‍্য। তাই অভিনেত্রীর আর্জি, দর্শকরা যেন দয়া করে তাঁদের ছবিটি বয়কট না করেন। নয়তো খুব সুন্দর একটা ছবি তারা মিস করবেন।

X