বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন চর্চার কেন্দ্রে রয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। যেকোনো দিন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। এর আগে বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপু্র (randhir kapoor) জানিয়েছিলেন করিনাকে ১৫ তারিখ ডেলিভারি (delivery) ডেট দিয়েছেন চিকিৎসকরা। সেদিন সুখবর না এলেও জল্পনা শুরু হয়েছে আজই নতুন সদস্য আসতে চলেছে কাপুর পরিবারে।
করিনার বাবা মা রণধীর কাপুর ও ববিতা কাপুরকে আজ দেখা যায় মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে। চার্চ থেকে বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরা বন্দি হন তাঁরা। জানা যায়, পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করতেই চার্চে গিয়েছিলেন তাঁরা। তবে নেটিজেনদের বক্তব্য, করিনার সফল ডেলিভারির জন্যই প্রার্থনা করতে গিয়েছিলেন রণধীর ববিতা।
এর আগে রণধীর কাপুর জানান, চিকিৎসকরা করিনাকে ১৫ তারিখ ডেট দিয়েছে ডেলিভারির। করিনার ভাবী সন্তানকে নিয়েই এখন শোকের মধ্যেও একটু আনন্দ খোঁজার চেষ্টা করছেন কাপুর পরিবারের সকলে। নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত দুই পরিবারই।
https://www.instagram.com/p/CLW1eahHeDI/?igshid=19cukpvlvavoa
এর আগে সইফ জানিয়েছিলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ডেলিভারি হবে করিনার। এখন তাঁরা দুজনেই খুব শান্ত ও খুশি মনে রয়েছেন। গত কয়েক মাস এমনি চিন্তা ও ভয়ের মধ্যে কেটেছে যে এখনো কিছুটা ভয় পেয়েই রয়েছেন সইফ। তবে বাড়িতে ছোট্ট বাচ্চাদের দৌড়ানোর কথা ভেবেই তাঁর মন আনন্দে ভরে উঠছে।
সম্প্রতি রণধীরের জন্মদিনের পার্টি করার জন্য তুমুল ট্রোল হতে হয় করিনা, রণবীর, আলিয়াকে। রণধীর কাপুরের জন্মদিন উপলক্ষে এদিন কাপুর বাড়িতে এক ঘরোয়া পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সইফ, করিনা, তৈমুর, করিশ্মা, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুররা। কালো পোশাকে সেজে হাজির হন রণবীর ও আলিয়া। সকলের হাসি মজার ছবি, ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। হাসি মুখে পার্টির পর গাড়িতে ওঠেন আলিয়া রণবীরও।
ভারতীয় রীতি অনুযায়ী পরিবারের কোনো মৃত্যু ঘটলে ১৩ দিন পর্যন্ত শোকের আবহ থাকে। অনেক পরিবারে এক বছর পর্যন্ত কোনো শুভ কাজ হয় না। সেখানে রাজীব কাপুরের প্রয়াণের পর এক সপ্তাহও কাটেনি, রণধীর কাপুরের ৭৩ তম জন্মদিন পালনে ব্যস্ত হয়ে পড়লেন সকলে। এতেই তুমুল সমালোচিত হন রণবীর আলিয়া করিনারা।