করিনার হ‍্যাটট্রিক, ছবিতে স্পষ্ট বেবি বাম্প! পাঁচবারের জন‍্য আব্বা হতে চলেছেন সইফ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছিলেন সইফ আলি খানকে (Saif Ali Khan)। পতৌদি পরিবারের বেগম হয়ে বসেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তারপর দু দুজন সন্তানের জননী হয়ে এখন সংসার সামলাতে ব‍্যস্ত অভিনেত্রী। এর মধ‍্যেই নতুন খবর বলছে, আবারো মা হতে চলেছেন করিনা।

এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাতে ব‍্যস্ত অভিনেত্রী। সঙ্গে রয়েছেন সইফ আলি খান, দুই ছেলে তৈমুর আলি খান, জাহাঙ্গীর আর করিশ্মা কাপুর এবং অমৃতা অরোরা। সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই টুকটাক ছবি শেয়ার করছেন তিনি। তার মধ‍্যে একটি ছবি নিয়েই শুরু হয়েছে শোরগোল। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে করিনার বেবি বাম্প।


করিনার একটি ফ‍্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে ছবিটি। একটি কালো ট‍্যাঙ্ক টপ আর জিন্সের প‍্যান্ট পরে ধরা দিয়েছেন অভিনেত্রী। পাশে স্বামী সইফ আর একজন অনুরাগী। তবে নজর যেদিকে আটকাচ্ছে সেটা হল টপ ঠেলে উঠে আসা স্পষ্ট বেবি বাম্প।

https://www.instagram.com/p/CgBa6g3pwo3/?igshid=YmMyMTA2M2Y=

করিনার ফ‍্যানপেজের তরফেও একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে। তবে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, বেশ কৌশল করে বেবি বাম্প লুকিয়েছেন বেবো। কখনো সইফের পেছন, কখনো আবার দিদি করিশ্মার পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। নেটিজেনরাও প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে, করিনা কি সত‍্যিই তৃতীয় বারের জন‍্য মা হতে চলেছেন? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা করেননি সইফ করিনা।

https://www.instagram.com/p/CfuIec9vIxg/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CfwlNeBJHM4/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, “প্রত‍্যেক দশকে একজন করে সন্তান হয়েছে সইফের। কুড়িতে, তিরিশে, চল্লিশে আর এখন পঞ্চাশেও। আমি বলে দিয়েছি, তোমার ষাট বছরে কিন্তু ওটা আর হচ্ছে না।”

তবে বেবো সইফের প্রশংসা করে বলেন, তাঁর স্বামী এত খোলা মনের বলেই এমন ভিন্ন ভিন্ন বয়সে চার সন্তানের বাবা হতে পেরেছেন। আর সবাইকেই তিনি সমান ভাবে সময় দেন‌। কনিষ্ঠ সন্তানের জেহ এর জন‍্যও দায়িত্ব ও সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করেন করিনা সইফ। এই যেমন সইফ যখন শুটিংয়ে ব‍্যস্ত থাকেন তখন করিনা কাজ না নেওয়ার চেষ্টা করেন।

X