নবাবের বেগম বলে কথা, গ‍্যারাজে বিলাসবহুল গাড়ির মেলা, কয়েকশো কোটি টাকার মালকিন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিনি কাপুর বংশের সন্তান, পতৌদি নবাব পরিবারের বধূ। করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) নামটাই যথেষ্ট বলিউডে। আভিজাত‍্য আষ্টেপৃষ্টে জড়ানো তাঁর নামের সঙ্গে। সেটা আরেকটু বেড়েছে নবাব সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর। বলিউডের হেভিওয়েট জুটিদের তালিকায় প্রথম দিকে থাকবে ‘সইফিনা’র নাম।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে প্রথম সারির একজন তারকা হয়ে উঠেছেন করিনা। অভিনেত্রীদের মধ‍্যে যারা সবথেকে বেশি পারিশ্রমিক নেন সেই তালিকাতেও রয়েছে করিনার নাম। তাঁকে ছবিতে নেওয়ার জন‍্য বড় অঙ্কের টাকা খরচ করতে হয় প্রযোজকদের। আজ জেনে নিন করিনার সম্পত্তির পরিমাণ কত।


সূত্রের খবর মানলে, অভিনেত্রীর মাসিক আয় প্রায় দেড় কোটি টাকা। বছরে তাঁর আয় হয় আনুমানিক ১২ কোটি টাকা। ছবি ছাড়াও বহু বিজ্ঞাপন, ফটোশুট, বিভিন্ন সংস্থার সঙ্গে কোলাবোরেশনের মাধ‍্যমে আয় করেন অভিনেত্রী।

গত বছরেই পুরনো ফরচুন হাইটসের বাড়িটি ছেড়ে তাঁর সামনেই নতুন এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে উঠে গিয়েছেন সইফ করিনা। জানা যাচ্ছে, তাঁর নতুন অ্যাপার্টমেন্টটির দাম প্রায় ৫৫  কোটি টাকা। শুধু এ দেশে নয়, সুইজারল‍্যান্ডের স্বপ্নের মতো জায়গাতেও একটি বাড়ি রয়েছে দুজনের। সেটার দামও কম নয়, প্রায় ৩৩ কোটি টাকা।


বিলাসবহুল বাড়ি তো হল। সেগুলো সাজানোর জন‍্য আধুনিক গাড়িও তো চাই নাকি? করিনার গ‍্যারাজও ভর্তি কোটি কোটি টাকা দামের গাড়িতে। তাঁর সংগ্রহে রয়েছে ১.৪০ কোটি টাকা দামের একটি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, একটি লেক্সাস এলএক্স ৪৭০ যার দাম ২.৩০ কোটি টাকা। এছাড়াও অডি কিউ ৭, রেঞ্জ রোভার স্পোর্ট এসইউভি গাড়িরও মালিক করিনা।

সব মিলিয়ে করিনার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৪০ কোটি টাকা। বলিউডে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিক কম পাওয়া নিয়ে সরবও হয়েছিলেন করিনা। এমনকি একটি ছবির জন‍্য তিনি ১২ কোটি চেয়েছেন বলে খবরও ছড়িয়েছিল। যদিও পরে তিনি জানান, এমন কোনো দাবিই তিনি করেননি।

X