বাংলাহান্ট ডেস্ক: আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নাও থাকেন তাও বয়কট বলিউড (Boycott Bollywood) ট্রেন্ড নিয়ে নিশ্চয়ই ওয়াকিবহাল হবেন। এই ট্রেন্ডের সূত্রপাত মূলত ২০২০ সালে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর পর বলিউডের হেভিওয়েটদের উপরে ক্ষোভ থেকেই তাদের ছবি বয়কট করা শুরু করেছিল সিনেপ্রেমী তথা নেটিজেনরা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই প্রবণতা কমার বদলে বেড়েছে আরো। বিষয়টা নিয়ে এবার নিজস্ব মতামত প্রকাশ করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।
এটা অবশ্য প্রথম বার নয়। এর আগেও বলিউড ছবির বিরুদ্ধে নেটিজেনদের ক্ষোভের উত্তরে পালটা বিষ উগরে দিয়েছিলেন করিনা। পছন্দ না হলে দেখতে হবে না সিনেমা, এমনটাই বক্তব্য ছিল বেগম সাহেবার। পরবর্তীকালে অবশ্য ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক উঠতে সুর নরম করে সবাইকে আর্জি জানিয়েছিলেন করিনা। কিন্তু তাঁর অনুরোধে বয়কটকারীদের মন যে গলেনি তা সকলেই জানেন।
এবার ফের বলিউডের হয়ে সুর চড়াতে শোনা গেল করিনাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। বয়কট বলিউড ট্রেন্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে স্বভাবোচিত ভঙ্গিতে করিনা বলে ওঠেন, ‘যদি সেটা হয় তাহলে আমরা বিনোদন দেব কী করে? জীবনে আনন্দ তো সকলেরই দরকার, সেটা পাবেন কী করে? সিনেমা না থাকলে বিনোদন পাবেন কীকরে?’
উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পরপর বলিউডে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আগুনে আরো ঘি ঢেলেছিলেন করিনা। একের পর এক হিন্দি ছবি বয়কট আর ফ্লপ হওয়ার প্রসঙ্গে তিনি রীতিমতো ডাঁট দেখিয়েই বলেছিলেন, তাদের যদি পছন্দ না হয় তাহলে দেখতে হবে না তাদের সিনেমা। কেউ তো জোর করেনি দর্শকদের।
কাট টু ২০২২। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছিল আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা। আমির করিনার পুরনো কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠায় সিংহভাগ দর্শক বয়কট করেছিল সে ছবি। তখন এই করিনাই সুর বদলে অনুরোধ করেছিলেন, ছবিটি বয়কট না করে দর্শকরা যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল লাল সিং চাড্ডা।