তৈমুর-জাহাঙ্গীরের পর এবার ঔরঙ্গজেব? তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরপর তিনবার। তৃতীয় বারের জন‍্য নাকি মা হতে চলেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাঁর লন্ডন ডায়েরিজ ছবি দেখেই এমন সন্দেহ করছেন নেটিজেনরা। কিছু কিছু ছবিতে স্পষ্ট বোঝা যাছে বেবি বাম্প। অন‍্য ছবিগুলিতে সেই বাম্প ঢাকার প্রচেষ্টাও চোখে পড়েছে। তারপর থেকেই জল্পনা আর ট্রোলের ছড়াছড়ি। তৈমুর, জাহাঙ্গীরের পর এ ঔরঙ্ঘজেব আসছে খান পরিবারে।

গুঞ্জন তীব্র হতেই মুখ খুলেছেন করিনা। কিছুটা কটাক্ষের ঢঙেই স্পষ্ট করেছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। সোশ‍্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, ‘ওটা পাস্তা আর ওয়াইনের জন‍্য হয়েছে। আমি অন্তঃসত্ত্বা নই। উফ! সইফ বলে, ও ইতিমধ‍্যেই আমাদের দেশের জনসংখ‍্যা যথেষ্ট বাড়িয়ে দিয়েছে।’


এই মুহূর্তে ইউরোপে ছুটি কাটাতে ব‍্যস্ত করিনা। সঙ্গে রয়েছেন সইফ আলি খান, দুই ছেলে তৈমুর আলি খান, জাহাঙ্গীর আর করিশ্মা কাপুর এবং অমৃতা অরোরা। সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই টুকটাক ছবি শেয়ার করছেন তিনি। তার মধ‍্যে একটি ছবিকে ঘিরেই গুঞ্জনের সূত্রপাত।

করিনার একটি ফ‍্যানপেজের তরফে শেয়ার করা হয়েছিল ছবিটি। একটি কালো ট‍্যাঙ্ক টপ আর জিন্সের প‍্যান্ট পরে ধরা দিয়েছেন অভিনেত্রী। পাশে স্বামী সইফ আর একজন অনুরাগী। সেই ছবিতেই দেখা গিয়েছিল, করিনার পেটটা বেশ স্ফীত।


করিনার ফ‍্যানপেজের তরফেও একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছিল। সেগুলো দেখেও বোঝা যাচ্ছে, বেশ কৌশল করে বেবি বাম্প লুকিয়েছেন বেবো। কখনো সইফের পেছন, কখনো আবার দিদি করিশ্মার পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। কিন্তু এখন সমস্ত গুঞ্জন নস‍্যাৎ করে করিনার দাবি, আর সন্তান চাই না তাঁর।

এর আগে এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, “প্রত‍্যেক দশকে একজন করে সন্তান হয়েছে সইফের। কুড়িতে, তিরিশে, চল্লিশে আর এখন পঞ্চাশেও। আমি বলে দিয়েছি, তোমার ষাট বছরে কিন্তু ওটা আর হচ্ছে না।”

X