৫০ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের নায়িকার প্রেম! কী বললেন করিনা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ৫০ বছরের অভিনেত্রীর সঙ্গে ২০-২১ বছরের অভিনেত্রীর অনস্ক্রিন রোম‍্যান্স। এ তো আকছারই ঘটছে বলিউডে। এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই দেখা হয়। কিন্তু সেখানেই একজন বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে কম বয়সী অভিনেতার রোম‍্যান্সকে কটাক্ষ করা হয়। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন করিনা কাপুর খান।


নিজের এত বছরের অভিনয় জীবনে নানা বয়সের অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন করিনা। সম্প্রতি অক্ষয় কুমার মন্তব‍্য করেন, একটি ছবিতে করিশ্মা কাপুরের বিপরীতে অভিনয়ের সময় বেশ কম বয়স ছিল বেবোর। এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে করিনা বলেন, বলিউডে ৫০ বছর বয়সী অভিনেতার সঙ্গে ২১ বছর বয়সী অভিনেত্রীর রোম‍্যান্সকে খুব সহজ চোখে দেখা হয়। কিন্তু এর উলটোটা হলেই শুরু হয় সমালোচনা।
তিনি নিজেই এখন এই ধ‍্যান ধারনার পরিবর্তন ঘটাতে চান বলেও জানান বেবো। তাঁর কথায়, “প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস আলাদা জেনারেশনের। আমি ও সইফও তাই। তাও আমরা প্রেমে পড়েছি। প্রযোজকদের মনোভাব বদলানো উচিত।”
প্রসঙ্গত, সম্প্রতি এই বয়সের ফারাক নিয়ে মুখ খোলেন সোনাক্ষী সিনহাও। তিনি বলেন, “যদি আমি ৫০ বছর বয়সী হতাম আর আমাকে ২২ বছর বয়সী কোনও অভিনেতার সঙ্গে রোম‍্যান্স করতে বলা হত তাহলে আমারও অদ্ভূত লাগত।”

X