সত‍্যজিতের সময়েও করিনা ছিলেন নাকি? ‘ফেলুদা’র ছবিতে বেবোর পোস্টার নিয়ে নেটপাড়ায় ট্রোলের বন‍্যা

বাংলাহান্ট ডেস্ক: আবারো পর্দায় ফিরছে ‘ফেলুদা’ (Feluda)। বাঙালির প্রিয় চরিত্রটি সেই সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সময় থেকে পর্দায় স্থান পেয়ে এসেছে। সত‍্যজিৎ রায়ের পরে সন্দীপ রায়, আর এখন পরিচালক সৃজিৎ মুখোপাধ‍্যায় (Srijit Mukherjee) নতুন রূপে আনছেন প্রদোষ মিত্তিরকে, ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ ছবিতে। কিন্তু সেই নতুনটা এমনি আধুনিক হল যে ট্রোল শুরু হয়ে গেল সোশ‍্যাল মিডিয়ায়।

খোলসা করেই বলা যাক। নেটপাড়ায় একটি ছবি দেদারে ভাইরাল হচ্ছে এখন। সেখানে দেখা গিয়েছে আইকনিক ‘থ্রি মাস্কেটিয়ার্স’কে। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু ঘুরে বেড়াচ্ছেন হগ মার্কেটে। সত‍্যজিতের লেখা ফেলুদার একাধিক গল্পে এসেছে হগ মার্কেটের কথা।

IMG 20220509 211554
ছবি ঋণ- ফেসবুক

কিন্তু সমস‍্যাটা সেখানে নয়। আসলে ফেলুদার পেছনেই নেটনাগরিকদের নজর কেড়েছে করিনা কাপুর খানের একটি পোস্টার। বোঝো কাণ্ড! সত‍্যজিৎ রায়ের সময়ে করিনা এলেন কোত্থেকে? এখানেই শেষ নয়। ছবিটি যে ভিডিও থেকে নেওয়া হয়েছে, সেখানে কলকাতার রাস্তায় আধুনিক গাড়িও চোখে পড়েছে নেটিজেনদের।

ব‍্যাপারটা কী? সৃজিত কি ফেলুদার সময়টাই বদলে দিলেন নাকি? অথচ রজনী সেন রোডের বাড়িতে সেই পুরনো আমলের সুইচ বোর্ড, এয়ার ইন্ডিয়ার পুরনো টিকিট! তবে কি পুরোটাই গুলিয়ে গ? নেটনাগরিকরা ব‍্যস্ত নিজ নিজ মত দিতে।

আসলে ব‍্যাপারটা হল, যে ভিডিও নিয়ে এত শোরগোল সেটি কিন্তু সৃজিত বানাননি। OTT প্ল‍্যাটফর্ম হইচই এর তরফে ফেলুদার অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে শেয়ার করা হয়েছে এটি। এটার সঙ্গে ছবির কোনো যোগসূত্র নেই বলেই জানা যাচ্ছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন পুরনো দিনের সুইচবোর্ড রাখাই হল তখন বাকি বিষয়গুলির দিকেও নজর দেওয়া উচিত ছিল নাকি?

‘দার্জিলিং জমজমাট’ গল্পটি নিয়ে তৈরি হয়েছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রদোষ মিত্রের চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী। আগামী জুন মাস থেকেই হইচই প্ল‍্যাটফর্মে দেখা যাবে ফেলুদার গোয়েন্দাগিরি।


Niranjana Nag

সম্পর্কিত খবর