এ যেন স্বপ্ন পূরণ, চল্লিশ পেরিয়ে সুখবর দিলেন দুই সন্তানের মা করিনা

বাংলাহান্ট ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) নতুন ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’ (The Buckingham Murders)। গত ১৩ রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছে আগাগোড়া রহস্যে মোড়া এই থ্রিলার ছবিটি। ছবিতে একজন গোয়েন্দার চরিত্রে দেখা গিয়েছে করিনাকে (Kareena Kapoor Khan)। একজন শিশুর নিখোঁজ হওয়ার তদন্ত করতে দেখা যাবে তাঁকে। করিনার (Kareena Kapoor Khan) কথায়, এটি তাঁর স্বপ্নের চরিত্র।

স্বপ্ন সত্যি হল করিনার (Kareena Kapoor Khan)

সম্প্রতি ছবির কিছু বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করেছেন করিনা (Kareena Kapoor Khan)। সেখানে এই ছবিতে অভিনয় করা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন তিনি। করিনা (Kareena Kapoor Khan) লিখেছেন, একজন অভিনেতা হিসেবে এই ছবিতে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। উপরন্তু এই ছবিটি তাঁর কাছে আরো বেশি স্পেশ্যাল। কারণ এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবেও সফর শুরু হল করিনার (Kareena Kapoor Khan)। তাঁর কথায়, এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।

আরো পড়ুন : বিকিনির ফাঁকে দৃশ্যমান সুস্পষ্ট বেবি বাম্প, পূর্ণ গর্ভাবস্থায় এ কেমন অবতার নায়িকার!

দর্শকদের ছবি দেখার অনুরোধ করেছেন করিনা

দ্য বাকিংহাম মার্ডারস ছবিটির পরিচালনা করেছেন হনসল মেহতা। সোশ্যাল মিডিয়ায় তিনিও ছবির সঙ্গে যুক্ত সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দর্শকদের উদ্দেশে পরিচালক বলেছেন, এই ছবি এখন দর্শকদেরই। সময় করে সকলেই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন। একই অনুরোধ জানিয়েছেন করিনাও (Kareena Kapoor Khan)।

আরো পড়ুন : TRP তুলতে মোক্ষম চাল! শ্যামলীর সংসারে কালনাগিনী হয়ে আসছে কে! বড় ট্যুইস্ট সিরিয়ালে

গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে

এর আগে করিনা (Kareena Kapoor Khan) জানিয়েছিলেন, তিনি থ্রিলারধর্মী ছবির খুব ভক্ত। তাই পর্দায় একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করা তাঁর কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতোই বিষয়। দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে একজন শোকগ্রস্ত গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন করিনা। ছবিটি অরিজিনাল হিংলিশ এবং হিন্দি ডাব করা ইংরেজি ভাষায় মুক্তি পাবে।

Kareena Kapoor Khan

উল্লেখ্য, গত বছর ১৪ ই অক্টোবর ৬৭ তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল দ্য বাকিংহাম মার্ডারস। ছবিতে করিনা ছাড়াও রয়েছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর