মুখে বয়সের ছাপ, বুড়িয়ে যাচ্ছেন বেবো! মেকআপ ছাড়া বলিরেখা দেখিয়েই ছবি তুললেন দুই ছেলের মা করিনা

বাংলাহান্ট ডেস্ক: একবার ডিভোর্সি স্বামীর স্ত্রী, দুই ছেলের মা। নিজের বয়স সম্পর্কে যথেষ্ট সচেতন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। প্রয়োজনে চড়া মেকআপ, লাস‍্যের আড়ালে যেমন বয়স লুকাতে জানেন, আবার তেমনি মেকআপ ভুলে বলিরেখা ভরা মুখও প্রকাশ‍্যে আনতে পারেন কোনো দ্বিধা ছাড়াই। কেউ ট্রোল করার সাহস দেখাক না, সপাট জবাবে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতাও ধরেন পতৌদির বেগম।

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি নো মেকআপ সেলফি শেয়ার করেছেন করিনা। মুখে স্পষ্ট বয়সের ছাপ, মেকআপের দরুন নিখুঁত ত্বক এখন উধাও। সম্ভবত শরীরচর্চার ক্লান্তিতেই মুখ লালচে ভাব। একটি স্পোর্টস ব্রা পরে সুন্দর ডিজাইন করা সিঁড়িতে বসে নিজেকে ক‍্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

kareena kapoor khan no makeup
স্বামী, ছেলে, বান্ধবীদের সঙ্গে বেশ কিছুদিন লন্ডনে কাটিয়ে সম্প্রতি মুম্বই ফিরেছেন করিনা। ছুটি যে তিনি চুটিয়ে উপভোগ করেছেন তা কয়েকটি ভাইরাল ছবিতেই বোঝা গিয়েছিল। নেটনাগরিকদের একটা বড় অংশ এক রকম নিশ্চিতই হয়ে গিয়েছিলেন, করিনা আবার অন্তঃসত্বা। তাঁর স্ফীত পেট দেখে বেবি বাম্প বলে ভুল করেছিলেন অনেকেই।

কিন্তু করিনা জানিয়েছিলেন, অতিরিক্ত নিয়ম ভাঙার ফল এটা। পাস্তা আর ওয়াইন নাকি এই অবস্থা করেছে তাঁর। তাই মুম্বই ফিরেই অতিরিক্ত ওজ ঝড়ানোর কাজ শুরু করে দিয়েছেন তিনি।

এর আগেও মেকআপ ছাড়া ছবি শেয়ার করেছেন বেবো। বয়সের জন‍্য ট্রোলও হয়েছেন। ‘বুড়ি’ বলেও কটাক্ষ করা হয়েছে তাঁকে। যদিও বিশেষ রেগে যাননি করিন। বুড়ি বলা মানে তাঁর কাছে কোনো অপমান নয়। এই কথাটাকে শুধু একটা ‘শব্দ’ হিসাবেই দেখেন তিনি। তাঁর বয়স হচ্ছে, সেই সঙ্গে অভিজ্ঞতা আর জ্ঞানও বাড়ছে। আর যারা ট্রোল করছে তাদের কোনো পরিচয় নেই বলেও কটাক্ষ করেন করিনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর